বালুরঘাট, 16 এপ্রিল : বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের আইসোলেশন সেন্টারে ভরতি থাকা এক রোগী পালালেন শৌচালয়ের জানালার কাঁচ ভেঙে । এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে জেলা স্বাস্থ্য বিভাগ । কোরোনার উপসর্গ নিয়ে ভরতি ছিলেন তিনি। সোয়াবের নমুনা পরীক্ষার আগেই তিনি পালিয়ে গেলেন । পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে।
সোয়াব পরীক্ষার আগেই আইসোলেশন সেন্টারের কাঁচ ভেঙে চম্পট রোগীর - বালুরঘাট
সোয়াব পরীক্ষা হয়নি । তার আগেই আইসোলেশন সেন্টারের শৌচালয়ের জানালার কাঁচ ভেঙে চম্পট দিলেন রোগী । বালুরঘাটের ঘটনা । খোঁজ শুরু হয়েছে ওই রোগীর ।
ওই রোগী ভিন রাজ্যে কাজ করতে গেছিলেন ৷ বাড়ি বালুরঘাটে । লকডাউনের মধ্যেই বাড়ি ফেরেন। কয়েকদিন আগে অসুস্থ বোধ করায় তাঁকে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয় । মঙ্গলবার রাতে হঠাৎই তিনি নাট্য উৎকর্ষ কেন্দ্রের শৌচালয়ের জানালার কাঁচ ভেঙে পালিয়ে যান । এদিকে এখনও পর্যন্ত তাঁর লালারস পরীক্ষা হয়নি । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ।
এই আইসোলেশনে থাকা দশজনের লালারস পরীক্ষার জন্যে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে । তাঁদের মধ্যে মালদায় মৃত্যু হওয়া তপনের বাসিন্দার স্ত্রী ও পুত্রেরও রিপোর্ট রয়েছে । এর আগে জেলায় মোট 16 জনের সোয়াব পরীক্ষা হয়েছিল । সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রোগীর পালিয়ে যাওয়ার ঘটনায় FIR দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে ।