বালুরঘাট, 21 জুলাই : একের পর এক আইনজীবী ও কর্মী কোরোনায় আক্রান্ত হচ্ছেন । তাই সংক্রমণ রুখতে আগামী 23 জুলাই পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আদালত কর্তৃপক্ষ । সোমবার বালুরঘাট জেলা আদালতের বিচারক চন্দ্রাণী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন নির্দেশিকা জারি করেছেন । যদিও বর্তমানে শুধুমাত্র CJM এজলাস খোলা রয়েছে ।
সম্প্রতি বালুরঘাট জেলা আদালতের 40 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে। নতুন করে সংক্রমণ দেখা দিতেই 19 জুলাই আদালত বন্ধ রাখা হয় । এছাড়া গতকাল আদালতে সব মিলিয়ে 70 জন কর্মীর সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । আদালত চত্বর স্যানিটাইজ় করা হয় । ওই 70 জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট 23 তারিখের আগে আসবে না । ফলে, দক্ষিণ দিনাজপুর জেলা আদালত ও গঙ্গারামপুর মহকুমা আদালতের একাংশ 23 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ।