পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেঙেছে পুনর্ভবার বাঁধ, তপনে ভেঙে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের একাংশ - পুনর্ভবায় জলে বন্যা তপনে

গত কয়েকদিন ধরেই পুনর্ভবার জল বাড়ায় গনাহার বারুণীতলা প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার এবং একটি ক্লাসরুমে ফাটল ধরেছিল । অবশেষে গতকাল স্কুল ভবনের কিছু অংশ ভেঙে পড়ে ।

school collapsed in flood of river Punarbhaba
school collapsed in flood of river Punarbhaba

By

Published : Oct 7, 2020, 6:29 PM IST

তপন, 7 অক্টোবর: পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা ৷ জলের স্রোতে ভেঙে পড়ল তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের তপন পশ্চিম সার্কেলের গনাহার বারুণীতলা প্রাথমিক বিদ্যালয়ের একাংশ । গত কয়েকদিন ধরেই পুনর্ভবার জল বাড়ায় গনাহার বারুণীতলা প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার এবং একটি ক্লাসরুমে ফাটল ধরেছিল । অবশেষে গতকাল স্কুল ভবনের কিছু অংশ ভেঙে পড়ে । তবে স্কুল বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি । কিন্তু স্কুল খোলার পর পঠনপাঠনে সমস্যা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ রায় ।

গনাহার বারুণীতলা প্রাথমিক স্কুলের পড়ুয়ার সংখ্যা 59 । শিক্ষকের সংখ্যা তিন । কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে সাত মাস বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন । স্কুলটি পুনর্ভবা নদীর ধারে অবস্থিত । এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় ৷ মূলত পুনর্ভবার জলেই প্লাবিত হয়েছে গনাহার ৷ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় রামপাড়া চেঁচড়ার বিভিন্ন এলাকায় ভেঙে গেছে নদী বাঁধ । এর ফলে প্লাফাটল ধরেছিল বিদ্যালয়ের একটি ভবন ও শৌচালয়ে । অবশেষে গতকাল তা ভেঙে পড়ে । স্কুল ভবন ভেঙে পড়ার কথা তপন পশ্চিম সার্কেলের SI-কে জানিয়েছেন প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ রায় ।

নরেন্দ্রনাথ রায় বলেন, "স্কুলের একটি ক্লাসরুম ও শৌচালয় ভেঙে গিয়েছে ৷ মৌখিকভাবে সার্কেল ইনস্পেক্টরকে বিষয়টি জানিয়েছি । " সহকারি প্রধান শিক্ষক স্বপন সেন জানান, "তিনটি রুমের মধ্যে একটি ভেঙে পড়েছে । আপাতত দুটি রুম রয়েছে । সেগুলিও যে কোনও সময় নদীর গ্রাসে চলে যেতে পারে ।"

পুনর্ভবার স্রোতে ভেঙে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের একাংশ ৷

তপনের BDO মাসুদ করিম শেখ জানান, বিষয়টি তিনি শিক্ষা সেলে জানাবেন । পাশাপাশি ওই এলাকায় নদীবাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানাতে চলেছেন ।

এই বিষয়ে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক নারায়ণচন্দ্র পাল বলেন, "স্কুল আমকে জানিয়েছে । নতুন করে স্কুল গড়ার জন্য ফান্ডের প্রয়োজন । বিষয়টি দেখা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details