কুশমণ্ডি, 24 অগস্ট: কুশমণ্ডি ব্লকে সরলা এলাকায় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠল সরলা ভুপেন্দ্রনাথ সরকারি উচ্চ বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক দীপক দাসের বিরুদ্ধে (Para Teacher Arrested for Fraud Case)। কুশমণ্ডি ব্লকে সরলা এলাকার বেশ কয়েকজনকে অঙ্গনওয়াড়ির ভুয়ো নিয়োগপত্র এবং গ্ৰুপ ডি চাকরির ভুয়ো নিয়োগপত্র দেওয়ার নাম করে 9 লক্ষ 60 হাজার টাকা তোলে বলে অভিযোগ ৷ এই টাকা অ্যাকাউন্টের মাধ্যমে যেত সরলা স্কুলের শিক্ষক দীপক দাসের কাছে ৷ এছাড়াও নির্মল রায় দীপক সরকার, ইয়েস রায়কে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে টাকা দিত গ্ৰামবাসীরা ৷ মঙ্গলবার রাতে কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগে করে গ্রামবাসীরা ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে দু'জনকেই তোলা হয় । পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুশমণ্ডি থানার পুলিশ ।
নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যেতেই আর অভিযুক্তদের ওপর আর ভরসা রাখতে পারছেন না চাকরিপ্রার্থীরা । এই ঘটনার পর কুশমণ্ডি থানায় অভিযোগ করলে পুলিশ শিক্ষক-সহ তার স্ত্রীকে গ্রেফতার করেছে । চাকরিপ্রার্থীদের দাবি, চাকরি নয়, ফেরত চাই টাকা । অভিযোগ, বছর চারেক আগে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে একাধিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন স্থানীয় এক শিক্ষিকার স্বামী । টাকা দিয়েও চাকরি না পেয়ে একাধিকবার চাকরিপ্রার্থীরা তার বাড়িতে এসে টাকার দাবি করলেও প্রতিবারই চাকরি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি মিলেছে । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল হেফাজতে যেতেই ভরসা হারাতে শুরু করেছেন চাকুরিপ্রার্থীরা । তাই এবারে প্রকৃত শংসাপত্র ও টাকা ফেরতের দাবি নিয়ে এদিন সরলা স্কুলে হাজির হয় চাকরিপ্রার্থীরা ।
আরও পড়ুন :এবার পার্থর থেকে কোনও লেভি না নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল