পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্তব্যে গাফিলতি নিয়ে মেসেজ BDO-র, হুমকির অভিযোগ তুলে বিক্ষোভ - accusation of giving threat

100 দিনের কাজে বালুরঘাট ব্লকের পারফমেন্স নিম্নগামী । তাই পঞ্চায়েত কর্মীদের সতর্ক করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন BDO । কিন্তু অভিযোগ, ওই মেসেজে চাকরি খেয়ে নেওয়ার ও বদলির হুমকি দেওয়া হয়েছে ।

বিক্ষোভ

By

Published : Aug 21, 2019, 7:02 AM IST

বালুরঘাট, 21 অগাস্ট : নিজেদের কর্তব্যে গাফিলতি করছেন পঞ্চায়েত কর্মীরা । এই নিয়ে তাঁদের সতর্ক করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন বালুরঘাট ব্লকের BDO । কিন্তু পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, ওই মেসেজে চাকরি খেয়ে নেওয়ার ও বদলির হুমকি দেন BDO । তারই প্রতিবাদে মঙ্গলবার BDO অনুজ সিকদারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় 11 টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা । অবস্থানকারীদের দাবি, মেসেজের কথা ফিরিয়ে নিতে হবে BDO-কে । না হলে এই অবস্থান বিক্ষোভ থামবে না ।

দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকের মধ্যে বালুরঘাট ব্লক অন্যতম । রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক 100 দিনের কাজে শ্রমদিবস বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা । জেলা প্রশাসনের এই সংক্রান্ত সমস্ত নির্দেশ পঞ্চায়েত স্তরের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন BDO-রা । বালুরঘাট ব্লকের 100 দিনের কাজের খতিয়ান নিম্নগামী হওয়ায় BDO অনুজ সিকদার মঙ্গলবার পঞ্চায়েত কর্মীদের একটি হোয়াটস গ্রুপে মেসেজ পাঠান । পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, এই মেসেজে চাকরি খাওয়ার ও বদলির হুমকি দেওয়া হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন BDO ।

বালুরঘাট ব্লকের BDO অনুজ সিকদার

BDO বলেন, "জেলার মধ্যে 100 দিনের কাজে বালুরঘাটের ব্লকের পারফরমেন্স নিম্নগামী । এটা যাতে একদম শেষে না পৌঁছায় তাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়েছিলাম । আমি যে মেসেজ করেছি তাতে কোনও ভুল নেই । তাই অবস্থানকারীদের কাছে সেই মেসেজ প্রত্যাহার করার কোনও মানেই হয় না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মেসেজটি প্রত্যাহার করতে বলেন তবেই প্রত্যাহার করব ।"

পঞ্চায়েত কর্মীদের বক্তব্য, বর্ষাকাল হওয়ায় মাটির কোনও কাজ এখন সম্ভব নয় । তাই 100 দিনের কাজ হিসেবে পঞ্চায়েতের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে । এর ফলে একদিকে যেমন শ্রমদিবস বাড়বে তেমন দরিদ্র শ্রমিকরা কাজও পাবে । তাঁদের অভিযোগ, পঞ্চায়েত স্তরের কর্মীদের জোর করে 100 দিনের কাজ হিসেবে মাটির কাজ করাতে বাধ্য করা হচ্ছে । এরই প্রতিবাদে ও মেসেজের কথা ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রায় 30 পঞ্চায়েত কর্মী BDO-র ঘরের সামনে বিক্ষোভ দেখায় । পরে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত ও DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ABOUT THE AUTHOR

...view details