বালুরঘাট, 21 অগাস্ট : নিজেদের কর্তব্যে গাফিলতি করছেন পঞ্চায়েত কর্মীরা । এই নিয়ে তাঁদের সতর্ক করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন বালুরঘাট ব্লকের BDO । কিন্তু পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, ওই মেসেজে চাকরি খেয়ে নেওয়ার ও বদলির হুমকি দেন BDO । তারই প্রতিবাদে মঙ্গলবার BDO অনুজ সিকদারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় 11 টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা । অবস্থানকারীদের দাবি, মেসেজের কথা ফিরিয়ে নিতে হবে BDO-কে । না হলে এই অবস্থান বিক্ষোভ থামবে না ।
দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকের মধ্যে বালুরঘাট ব্লক অন্যতম । রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক 100 দিনের কাজে শ্রমদিবস বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা । জেলা প্রশাসনের এই সংক্রান্ত সমস্ত নির্দেশ পঞ্চায়েত স্তরের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন BDO-রা । বালুরঘাট ব্লকের 100 দিনের কাজের খতিয়ান নিম্নগামী হওয়ায় BDO অনুজ সিকদার মঙ্গলবার পঞ্চায়েত কর্মীদের একটি হোয়াটস গ্রুপে মেসেজ পাঠান । পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, এই মেসেজে চাকরি খাওয়ার ও বদলির হুমকি দেওয়া হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন BDO ।