হরিরামপুর, 14 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ হরিরামপুর ব্লকের খানপুর, নিখড়ি পাড়া মৌজার কাকিহার গ্রামের ঘটনা ৷ এনিয়ে শনিবার হরিরামপুর ব্লক অফিস ও পঞ্চায়েত অফিসে অভিযোগ দায়ের করে জমির মালিকরা ৷ জমির মালিকদের দাবি, প্রাপ্য সরকারি অনুদানের টাকা ফেরৎ দেওয়া হোক ৷ টাকা তছরুপের জন্য স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নিক ৷
2019 সালের 100 দিনের কাজের প্রকল্পে গ্রামগুলিতে মাদুরকাঠি চাষের প্রকল্প গ্রহণ করেছিল জেলা প্রশাসন ৷ এই প্রকল্পের ব্যয় দেখানো হয়েছিল 2 লাখ 71 হাজার টাকা ৷ যাদের জমিতে চাষ হয় তাদের সরকারি অনুদান স্বরূপ ওই পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল ৷ তবে ওই অনুদানের একটা টাকাও পায়নি তারা ৷
চাষের জমির মালিকদের অভিযোগ, প্রকল্পের টাকা ছয় মাসের মধ্যে জমির মালিকদের দিয়ে দেওয়া হবে ৷ তা সত্ত্বেও বছর ঘুরতে চলল অথচ টাকা পায়নি ৷ জানা গেছে, ওই সরকারি অনুদান স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সদস্য লুৎফর রহমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৷ এমনকী লুৎফরের আব্বা কাফিলউদ্দিনের অ্যাকাউন্টে ঢুকেছে ৷