পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভার উদ্যোগে এবার অনলাইন ক্লাস বুনিয়াদপুরে - Lockdown

এবার বুনিয়াদপুরে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হল পৌরসভা ।

Online class Buniadpur
অনলাইন ক্লাস বুনিয়াদপুরে

By

Published : Apr 17, 2020, 7:37 PM IST

বংশীহারী , 17 এপ্রিল : বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে অনলাইনে ক্লাস করানোর উদ্যোগ নিল বুনিয়াদপুর পৌরসভা এবং মহকুমা প্রশাসন । অষ্টম থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ৷ আর তা বিভিন্ন কেবল চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে ৷ অনলাইনে এই ক্লাসের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন হাইস্কুল সহ বংশীহারী ব্লকের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা ।


দেশজুড়ে চলছে লকডাউন । ফলে বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন । জেলার একাধিক জায়গায় অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হলেও এই প্রথম বুনিয়াদপুর শহরে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অনলাইনে ক্লাস করানোর উদ্যোগ নিল পৌরসভা এবং মহকুমা প্রশাসন । অনলাইনে ক্লাস করানোর জন্য প্রচুর ছাত্র-ছাত্রী উপকৃত হবে । অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষকরা প্রতিদিন সকাল 11 টা থেকে দুপুর দু'টো পর্যন্ত ক্লাস নেবেন । বুনিয়াদপুর শহর ও আশপাশের শহর ও ব্লক থেকে আগ্রহী শিক্ষকদের নিয়ে ভিডিয়ো ক্লাস রুমের ব্যবস্থা করেছে পৌরসভা । বুনিয়াদপুর পৌরসভার মিটিং হলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এখানে বিষয়ভিত্তিক 30 মিনিটের একটি করে ক্লাস হবে । এই বিষয়ভিত্তিক ক্লাসের ভিতরের ভিডিয়ো জেলার বিভিন্ন লোকাল কেবল অপারেটরদের কাছে পৌঁছে দেওয়া হবে । সেই ভিডিয়ো চালিয়ে বুনিয়াদপুর শহর ও জেলার পড়ুয়ারা লকডাউন পরিস্থিতিতে ঘরে বসেই বিষয়ভিত্তিক ক্লাস করতে পারবে ।

এই বিষযে সুদর্শননগর হাই স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল রায় বলেন , "লকডাউনের কারণে আমাদের বিভিন্ন স্কুল বন্ধ । বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বাড়িতে বন্দী । বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কোনওভাবে যদি অনলাইনের মাধ্যমে ক্লাস করানো যেত তাহলে খুব ভালো হত । সেই কথা মাথায় রেখে আমরা পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণকে অনুরোধ করেছিলাম ৷ তিনি রাজি হন । "

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন , "আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লাস শুরু করেছি । কোরোনা ভাইরাসের জন্য বিভিন্ন স্কুলের পঠন-পাঠন বন্ধ ৷ তাই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করি ৷"

ABOUT THE AUTHOR

...view details