বালুরঘাট, 3 অগাস্ট : কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক আক্রান্তের ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কোরোনা হাসপাতালের ঘটনা ৷ মৃতের বাড়ি গঙ্গারামপুর এলাকায় ৷ বয়স 58 বছর ৷ মৃতের স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই নিয়ে জেলায় কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 ৷
বালুরঘাটে কোরোনা হাসপাতালে মৃত্যু ব্যক্তির - Balurghat corona
বালুরঘাটে কোরোনা হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হল ৷ তাঁর স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ৷
27 জুলাই ওই ব্যক্তির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ রিপোর্ট আসার পর তাঁকে গঙ্গারামপুর সেফ হোমে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বালুরঘাট কোরোনা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ তাঁর কোমর্বিডিটি ছিল বলে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর ৷
দক্ষিণ দিনাজপুর জেলায় দিন দিন বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ আজ আরও 60 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 হাজার 319 জন ৷ যার মধ্যে সুস্থ হয়েছে 943 জন ৷