কুমারগঞ্জ, 22 মে: নতুন করে আরও এক পরিযায়ী শ্রমিকের শরীরে মিলন কোরোনার হদিস। এবারে কুমারগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের শরীরে কোরোনার হদিস মিলেছে । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5। আক্রান্ত ওই যুবককে চিকিৎসার জন্য বালুরঘাটের কোরোনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রথম 4 কোরোনা আক্রান্তের হদিস মেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে। এদিকে এই ঘটনায় এখনই সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বা স্বাস্থ্য আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বারাসাত থেকে কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের বাড়িতে ফেরেন পরিযায়ী ওই শ্রমিক। বারাসাত থেকে 6-7 জন মিলে তাঁরা গাড়ি করে বাড়ি ফিরেছিলেন। এদিকে ভিন জেলা থেকে আশায় তাঁদেরকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছিল। পাশাপাশি তাঁদের সোয়াব টেস্টের জন্য লালারস সংগ্রহ করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ । সেই লালারস পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল । গতকাল রাতে ওই ব্যক্তির সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে। বিষয়টি জানার পরই আক্রান্তকে চিকিৎসার জন্য আজ সকালে বালুরঘাটের কোরোনা হাসপাতালে নিয়ে আসা হয় ।
কুমারগঞ্জে পরিযায়ী শ্রমিকের কোরোনা, জেলায় আক্রান্ত বেড়ে 5 - NEW CORONA POSITIVE
কুমারগঞ্জের পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল কোরোনার হদিস, জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো 5 ।
ছবি
এদিকে জেলায় সব মিলে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5। প্রথম 4 জনের হদিস মেলে জেলার কুশমণ্ডি ব্লকে। আক্রান্ত 4 জনের মধ্যে 3 জনকে চিকিৎসার জন্য রায়গঞ্জে এবং 1 জনকে বালুরঘাটে নিয়ে আসা হয়। এদিকে আজ কুমারগঞ্জের আক্রান্ত ওই যুবককে বালুরঘাটের কোরোনা হাসপাতলে নিয়ে আসা হয়। যদিও এবিষয়ে এখনই কোনও রকম মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিক।