পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে পেট ব্যথা-শ্বাসকষ্টে মৃত্যু কিশোরীর, খতিয়ে দেখছে পুলিশ - নাবালিকার মৃত্যু

পেট ব্যথার শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে মৃত্যু হল কিশোরীর ৷ ঘটনাটি পতিরাম গ্রাম পঞ্চায়েতের।

moyna
পেট ব্যাথার পরই মৃত্যু বালুরঘাটের এক নাবালিকার , চলছে তদন্ত

By

Published : Jun 8, 2020, 5:08 PM IST

বালুরঘাট, 8 জুন: বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের বর্ষাপাড়া এলাকায় এক কিশোরীর মৃত্যু হল। মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে জানা যাচ্ছে পেট ব্যথা শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই মৃত্যু হয় তার। মৃত কিশোরীর নাম সংগীতা টুডু (13)। পতিরাম গার্লস হাইস্কুলে ক্লাস সিক্সে পড়ত সে। শনিবার রাতে হঠাৎ পেট ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই মারা যায় ওই কিশোরীর। মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পতিরাম ফাঁড়ির পুলিশ। মৃত্যুর কারণ কি তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ৷

পরিবার সূত্র থেকে জানা যায়, সংগীতা রোজকার মত শনিবার রাতে খাওয়া দাওয়ার করে দিদির সাথে ঘুমিয়েছিল। রাত 12 টার পরে হঠাৎ পেট ব্যথা শুরু হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। ঘটনার কিছু পরেই মৃত্যু হয় তার। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। হঠাৎ করে নাবালিকার মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এই বিষয়ে নাবালিকার দাদা কৃষ্ণ টুডু বলেন," আমার বোন সুস্থ ছিল। তার কোনও অসুখ ছিল না। কোথায় বেড়াতেও যায়নি। শনিবার রাতে হঠাৎ পেট ব্যথা ও মাথা ব্যথায় চিৎকার শুরু করে। এর পর দু'ঘণ্টার মধ্যেই মারা যায় সে। কীভাবে মারা গেল তা কিছুই বুঝতে পারছি না।"

মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ ৷ বিষয়টি নিয়ে DCP হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান," খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

ABOUT THE AUTHOR

...view details