পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident At Bansihari: বিয়েবাড়ি যাওয়ার পথে গাছে ধাক্কা বাসের, মৃত 1 - বিয়ে বাড়ি যাওয়ার পথে গাছে ধাক্কা বাসের মৃত 1

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি বাস রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয় (Road Accident At Bansihari) ৷ আহত 30-40 জন ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷

Road Accident At Bansihari
বিয়ে বাড়ি যাওয়ার পথে গাছে ধাক্কা বাসের মৃত 1

By

Published : Mar 6, 2022, 12:28 PM IST

বংশীহারী, 6 মার্চ: বউভাতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি বাস। দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয় হাসপাতালে (Road Accident At Bansihari) ৷ আহত হন 30-40 জন। শনিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নারায়ণপুর মোল্লাপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। জখম বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

শনিবার রাতে বৌভাতের অনুষ্ঠানে যেতে বুনিয়াদপুর শহরের কুসকারি থেকে কুশমন্ডির উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। বুনিয়াদপুর শহরের নারায়ণপুর এলাকায় আসতেই বাসের সামনের চাকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক গাছে ধাক্কা মারে বাসটি। আহত হন যাত্রীরা ৷ ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় দিলীপ সরকার নামে 24 বছরের এক যুবকের। আহত হয়েছেন প্রায় 30-40 জন। তাঁদের প্রথমে রসিদপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে পড়লে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ইউক্রেনে আটকে ডাক্তারির পড়ুয়া, বংশীহারীতে আতঙ্কে পরিবার

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পারেখ রায় জানান, নারায়ণপুর এলাকার মোল্লাপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ থাকার কারণে প্রায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা ৷ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় আজকে এরকম দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার পর গাড়ির চালক-সহ খালাসি পলাতক। তাঁদের খোঁজ শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details