পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক, উত্তেজনা কুশমণ্ডিতে

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার 5 নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের খাগড়াইল এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক বাইক আরোহী। গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়, উল্টে দেওয়া হয় পুলিশ জিপ সহ অন্য একটি পুলিশের ভ্যান । রাস্তা দিয়েই আসছিলেন বিশ্বজিৎ সরকার ও সঞ্জয় সরকার ৷ তাঁরা মোটরবাইকে করে আসছিলেন। তাঁদের মাথায় হেলমেট ছিল না বলে ভয়ে তাঁরা বাইকটি ঘুরিয়ে নেন । এরপর পুলিশের গাড়ি তাঁদের পিছু ধাওয়া করলে বাইকের সাথে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে । পড়ে গিয়ে গুরুতর জখম হন দুজনেই। ঘটনায় একজন মারা গিয়েছেন গঙ্গারামপুর হাসপাতালে এবং অন্যজনের চিকিৎসা চলছে বর্তমানে শিলিগুড়ি মেডিক্যালে ৷

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক ,আহত আরেক যুবক
পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক ,আহত আরেক যুবক

By

Published : Jun 13, 2021, 10:26 PM IST

কুশমণ্ডি , 13 জুন : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার 5 নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের খাগড়াইল এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক বাইক আরোহী। গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়, উল্টে দেওয়া হয় পুলিশ জিপ সহ অন্য একটি পুলিশের ভ্যান । এলাকাবাসীর অভিযোগ খাগরাইল মোড়ে প্রতিদিনই পুলিশের নাকা চেকিং হয়, রবিবার সকাল থেকেও নাকা চেকিং চলছিল। এই রাস্তা দিয়েই আসছিলেন বিশ্বজিৎ সরকার ও সঞ্জয় সরকার, তারা মোটরবাইকে করে আসছিলেন। তাদের মাথায় হেলমেট ছিল না বলে ভয়ে তারা বাইকটি ঘুরিয়ে নেয় । এরপর পুলিশের গাড়ি তাদের পিছু ধাওয়া করলে বাইকের সাথে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পড়ে গিয়ে গুরুতর জখম হন দুজনেই।

এর পরেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের দুটো গাড়ি উল্টে দিয়েছে গ্রামবাসীরা। সারাদিন ধরে ব্যাপক উত্তেজনা রয়েছে গ্রামে। কুশমন্ডি থানা সহ আরো অন্যান্য থানা থেকে আরও পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এলাকায় । জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্য থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে । এই ঘটনায় বিশ্বজিৎ সরকার গঙ্গারামপুর হাসপাতালে মারা যায় এবং অপর বাইক চালক সঞ্জয় সরকারের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে রেফার করা হয় শিলিগুড়ি মেডিকাল কলেজে ।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বলে জানা গেছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, বাসিন্দাদের মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে প্রচুর ।

এই বিষয়ে পলাশ সরকার জানান সকালে পুলিশের কারণেই বাইক দুর্ঘটনা ঘটে । সেই জন্য কুশমন্ডি থানা থেকে দুজন অফিসারকে বদলি করতে হবে । কারণ নাকা চেকিং এর সময় বেশি করে এই দুজন অফিসারকে দেখতে পাওয়া যায় এবং গাড়ি ধরার নাম করে টাকা-পয়সাও নেয় । আজকেও একইরকম ঘটনা ঘটে ,এই জন্য গ্রামবাসীরা সবাই মিলে পুলিশের গাড়ি গুলো উল্টে দেয় ।


বিশ্বজিত সাহা নামে অপর এক গ্রামবাসী জানান খাগড়াইল মোড়ে প্রতিদিনই পুলিশের নাকা চেকিং হয়, রবিবার সকাল থেকেও নাকা চেকিং চলছিল। এই রাস্তা দিয়েই আসছিলেন বিশ্বজিৎ সরকার ও সঞ্জয় সরকার। তারা মোটরবাইকে করে আসছিলেন ও মাথায় হেলমেট ছিল না বলে ভয়ে ঘুরে যায় তারা । এরপর পুলিশের গাড়ি তাদের পিছু ধাওয়া করলে বাইকের সাথে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তৎক্ষণাৎ পড়ে গিয়ে গুরুতর জখম হন দুজনেই। এর পরেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের দুটো গাড়ি উল্টে দিয়েছে গ্রামবাসীরা। আমরা চাই পুলিশ এই সমস্ত বন্ধ করুক ।


গঙ্গারামপুর মহকুমার অ্যাডিশনাল পুলিশ আধিকারিক ডেনডুপ শেরপা জানান এদিন সকালে ঘটনাটি ঘটেছে । এলাকার লোকজনকে শান্ত করবার চেষ্টা চলছে । এই ঘটনায় একজন মারা গিয়েছেন গঙ্গারামপুর হাসপাতালে এবং অন্যজনের চিকিৎসা চলছে বর্তমানে শিলিগুড়ি মেডিক্যালে ।

ABOUT THE AUTHOR

...view details