পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুনিয়াদপুরে সবজি বাজারে চোর সন্দেহে ব্যক্তিকে বেঁধে রাখলেন ব্যবসায়ীরা - One caught as thief

কয়েকদিন ধরে কোনও কারণ ছাড়াই বাজারে ঘুরতে দেখা যায় এক ব্যক্তিকে ৷ আজ দুপুরে তাকে আটকে বেঁধে রাখেন ব্যবসায়ীরা ৷

বুনিয়াদপুরে সবজি বাজারে চোর সন্দেহে ব্যক্তিকে বেঁধে রাখলেন ব্যবসায়ীরা
বুনিয়াদপুরে সবজি বাজারে চোর সন্দেহে ব্যক্তিকে বেঁধে রাখলেন ব্যবসায়ীরা

By

Published : Apr 3, 2020, 5:39 PM IST

বুনিয়াদপুর, 3 এপ্রিল : বুনিয়াদপুরের সবজি বাজারে চোর সন্দেহে একজনকে বেঁধে রাখলেন ব্যবসায়ীরা ৷ কোরোনা সচেতনতায় বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে সবজি বাজারকে ফুটবল ময়দানে স্থানান্তরিত করা হয়েছে । আর সেখানেই আজ এই ঘটনা ঘটে ৷

ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকদিন ধরে বাজার থেকে চুরি যাচ্ছিল নানা সামগ্রী ৷ গতকাল এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় ৷ আজ ফের একটি দোকান থেকে ত্রিপল চুরি যায় ৷ আজও বাজারে ওই ব্যক্তি কোনও কারণ ছাড়াই ঘোরাঘুরি করছিল ৷ সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরে বেঁধে রাখেন ব্যবসায়ীরা ৷ জানা যায়, চাপের মুখে ত্রিপল সরানোর ঘটনাটি স্বীকার করে নেয় অমিত কুমার আগরওয়াল নামে ওই ব্যক্তি ৷ তার বাড়ি গঙ্গারামপুর এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ৷ অমিতকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷

বাজারের এক দোকানদার বলেন, "আগে বাজারে সিভিক পুলিশ থাকত ৷ কয়েকদিন ধরে তারা থাকছে না ৷ আর তাতেই খুব অসুবিধা হয়ে পড়েছে ৷ একটি দোকান থেকে ত্রিপল নিয়ে যেতে দেখি ওই ব্যক্তিকে ৷ জিজ্ঞাসা করলে বলে আগামীকাল থেকে এখানে দোকান দেবে তাই ত্রিপল এনেছে ৷ আজ দুপুরে ফের অন্য দোকানের সামনে জিনিস টানাটানি করতে দেখি ৷ সন্দেহ হওয়ায় কয়েকজন তাকে ধরি ৷ বেঁধে রাখি ৷ চাপে পড়ে ত্রিপল সরানোর ঘটনাটি স্বীকার করে নেয় সে ৷"

গঙ্গারামপুর থানার পুলিশ আধিকারিক দীপকুমার দাস বলেন, "বুনিয়াদপুর বাজার থেকে এক ব্যক্তিকে চোর সন্দেহে এলাকার লোকজন ধরে বেঁধে রাখে ৷ আমরা খবর পেয়ে গিয়ে তাকে থানায় নিয়ে আসি ৷"

ABOUT THE AUTHOR

...view details