বালুরঘাট, ২৭ মার্চ: দুঃস্থদের মুখে খাবার তুলে দিল মানবিক পুলিশ । শুক্রবার দুপুরে বালুরঘাট হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের হাতে শুকনো খাবার, মুড়ি, বিস্কুট তুলে দিল পুলিশ । এদিন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC গৌতম রায়-সহ অন্যান্য পুলিশ কর্মীরা রোগীর আত্মীয়দের হাতে খাবার তুলে দেন ।
কোরোনার প্রকোপ রুখতে গোটা দেশে চলছে লকডাউন । আজ তৃতীয় দিন । লকডাউনের ফলেই সমস্যায় পড়েন বালুরঘাট জেলা হাসপাতালে আসা রোগীর পরিজন । দোকানপাট বন্ধ থাকায় টুকিটাকি খাবারও জুটছিল না তাঁদের । এমত অবস্থায় পাশে দাঁড়াল স্থানীয় প্রশাসন । রোগীর পরিজনদের হাতে মুড়ি ও বিস্কুট তুলে দেওয়া হল ।
পাশাপাশি প্রণাম প্রকল্পের আওতায় থাকা শহরের নিঃসঙ্গ প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে তাঁদের নিত্যপ্রয়োজনীয় কোনও জিনিস এনে দিতে হবে কিনা তারও খোঁজ নেয় পুলিশ । প্রয়োজন মতো গ্যাস সিলিন্ডার থেকে ওষুধ এনে দেওয়া হয় ।