পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনলাইনে শুনানি বালুরঘাট জেলা আদালতে

লকডাউনের জেরে আদালতের কাজ প্রায় বন্ধই ছিল। সেই অচলাবস্থা কাটাতে এবার অনলাইনে শুনানি শুরু হল বালুরঘাট আদালতে।

digital judiciary started in Balurghat court
কোরোনা

By

Published : Apr 17, 2020, 8:28 PM IST

বালুরঘাট, ১৭ এপ্রিল: অনলাইনে বালুরঘাট জেলা আদালতে শুরু হল বিচার প্রক্রিয়া। আদালতের তরফে জানানো হয়েছে, প্রত্যেকদিন বেলা 12 টা থেকে দুপুর 2টো পর্যন্ত অলাইনের মাধ্যমে বালুরঘাট আদালতে শুনানি সহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলবে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ডিজিটাল মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হল বলে একথা জানান বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।

দক্ষিণ দিনাজপুরের জেলা আদালতটি রয়েছে বালুরঘাটে। মূলত বালুরঘাট মহকুমার চারটি ব্লক, হিলি, কুমারগঞ্জ, তপন ও বালুরঘাট থানার যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে বালুরঘাট জেলা আদালতে। কিন্তু, কোরোনা মোকাবিলায় গত 23 মার্চ থেকে লকডাউন চলছে। এর ফলে হচ্ছে না জেলা আদালতের কাজ। লকডাউন বেড়ে চলায় সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থীরা। এরই মধ্যে কলকাতা হাইকোর্ট নির্দেশিকা জারি করে, বর্তমান পরিস্থিতিতে বিচারপ্রার্থীরা যাতে সময়মতো বিচার পান তার জন্য অনলাইনে শুনানির ব্যবস্থা করতে হবে। তবে, শুধুমাত্র জরুরি মামলাগুলির ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতিতে শুনানি হবে। এর ফলে একদিকে যেমন, দ্রুত বিচার পাবে মানুষ, তেমনই কোরোনা সংক্রমণ থেকেও রক্ষা পাবেন আইনজীবী, বিচারপ্রার্থীরা ও অন্যান্যরা।

এই বিষয়ে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, "কলকাতা হাইকোর্টের নির্দেশে বালুরঘাট জেলা আদালতের মহামান্য বিচারক চন্দ্রাণী মুখার্জির (ব্যানার্জি) উদ্যোগে জেলায় এই প্রথম অনলাইনের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু হল। এই পদ্ধতিতে আজকে কয়েকটি মামলার শুনানিও হয়েছে।"

দক্ষিণ দিনাজপুর জেলা প্লিডার্স অ্যান্ড বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন, "কোরোনার কারণে বালুরঘাট আদালতে আজ থেকে অনলাইনের মাধ্যমে শুনানি শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আটকে থাকা মামলাগুলির দ্রুত সমাধান করা যাবে। এই উদ্যোগ প্রশংসনীয়।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details