পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার নার্সিংহোমের, আধিকারিকের দারস্থ হওয়ার পর মিলল পরিষেবা - Nursing Home Refuse a Swasthya Sathi Card Holder Patient

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুয়ায়ী স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কোনও রোগীকে ফেরাতে পারবে না নার্সিংহোম ও হাসপাতাল ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের বুনিয়াদপুর সেবা সদন নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ফেরানোর অভিযোগ ৷ নার্সিংহোমের সাফাই স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা বাকি রাজ্য সরকারের কাছে ৷ তাই এই কার্ড থাকলেও রোগীর চিকিৎসা করতে রাজি নয় নার্সিংহোম ৷ বিডিও-র দারস্থ রোগীর পরিবার ৷ অবশেষে মিলল পরিষেবা (Swasthya Sathi Card)৷

Swasthya Sathi Card
স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার নার্সিংহোমের

By

Published : May 25, 2022, 10:53 PM IST

দক্ষিণ দিনাজপুর, 25 মে: রাজ্যসরকারের থেকে স্বাস্থ্যসাথী কার্ডের বকেয়া টাকা এখনো পায়নি নার্সিংহোম । তাই স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার বুনিয়াদপুর সেবা সদন নার্সিংহোমের ৷ বাধ্য হয়ে বংশীহারী ব্লকের বিডিও অফিসের দ্বারস্থ হন রোগীর বাবা সুনীল মাহাতো । অভিযোগ পেয়ে নার্সিংহেমে যান বংশীহারী ব্লকের জয়েন্ট বিডিও অরিত্র দোলুই, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ। ব্লক অফিস আধিকারিক জানিয়েদেন স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিতে হবে, তা নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে নার্সিংহোমের বিরুদ্ধে (Nursing Home Refuse a Swasthya Sathi Card Holder Patient) ।

জানা গিয়েছে, বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের বহড়াইল গ্রামের বাসিন্দা সুনীল মাহাতর মেয়ে পেটে অপারেশনের জন্য বুনিয়াদপুর সেবা সদন নার্সিংহোমে যান । স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও তাঁদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় । বাধ্য হয়ে তাঁরা বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিষয়টি জানান । সেই অভিযোগের ভিত্তিতে বুধবার বংশীহারী ব্লকের জয়েন্ট বিডিও অরিত্র দোলুই ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন । এরপরেই নড়ে-চড়ে বসে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন ৷

বুনিয়াদপুর সেবা সদন নার্সিংহোমের ম্যানেজার অভিজিৎ মন্ডল বলেন, ''দু‘ ধরনের স্বাস্থ্যসাথী কার্ড আছে । একটি ইন্সুরেন্স মোড অপরটি অ্যাসুরেন্স মোড। দুয়ারে সরকারের আগে যে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়েছে সেগুলি ইন্সুরেন্স মোডে । দুয়ারে সরকার থেকে প্রাপ্ত কার্ডগুলি এসুরেন্স মোডে আছে । বর্তমানে কিছুদিন থেকে ইন্সুরেন্স মোডের কার্ডগুলোর জন্য সরকার থেকে টাকা পাচ্ছি না । বহু পেমেন্ট পেন্ডিং আছে । সেই কারণে আপাতত এই কার্ডধারীদের পরিষেবা দিতে পারছি না । দুয়ারে সরকারের পর থেকে অ্যাসুরেন্স মোড়ের কার্ড যেসব রোগীরা নিয়ে আসেন তাদের পরিষেবা দেওয়া হচ্ছে । ইন্সুরেন্স মোডের কার্ড হোল্ডারদের যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানাব ৷ "

আরও পড়ুন: Helpless Condition of TMC Leader : স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না চিকিৎসা, অমিল রেশনও, স্বেচ্ছামৃত্যু চান তৃণমূল নেতা

এই প্রসঙ্গেই বংশীহারী পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি গণেশ প্রসাদ বলেন, "সরকারি নির্দেশ অনুযায়ী কোনও স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষ ফেরাতে পারবেন না। প্রত্যেক স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডারকে চিকিৎসা পরিষেবা দেওয়া বাধ্যতামূলক । অন্যথায় হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । জয়েন্ট বিডিও অরিত্র দোলুই বলেন, "স্বাস্থ্য সাথীর কার্ডের চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ পাই । নার্সিং হোমের সঙ্গে কথা বলা হয়েছে । খুব শীঘ্রই টেকনিক্যাল-সহ দু‘-একটি কিছু সমস্যা কাটিয়ে এই পরিষেবা দেওয়া হবে নার্সিংহোম থেকে।"

ABOUT THE AUTHOR

...view details