পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার - South Dinajpur covid 19

দিনের পর দিন বেড়েই চলেছে দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করল 1 হাজারের গণ্ডি ৷

South Dinajpur corona positive cases raise one thousand
দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 হাজারের গণ্ডি

By

Published : Jul 27, 2020, 2:05 PM IST

দক্ষিণ দিনাজপুর, 27 জুলাই : দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার ৷ সোমবার নতুন করে আরও 28 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোমে চিকিৎসার জন্য আনা হয়েছে ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার 10 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 639 জন ৷

গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্টে 28 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আক্রান্তদের মধ্যে বালুরঘাটের দুই জন, বুনিয়াদপুরের এক জন, গঙ্গারামপুরের ছয় জন, কুমারগঞ্জের ছয় জন, কুশমুণ্ডির তিন জন, হরিরামপুরের নয় জন ও তপনের এক জন বাসিন্দা রয়েছেন ৷ এছাড়াও বুনিয়াদপুরের এক জন, গঙ্গারামপুরের পাঁচ জন, রতনপুরের এক জন, কুমারগঞ্জের চার জন রয়েছেন বলেও জানা গিয়েছে ৷

উল্লেখ্য, জেলার দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে কনটেনমেন্ট জো়নের সংখ্যা ৷ সংক্রমণ রুখতে সরকারি নিয়ম মতো দুদিন লকডাউন চলছে জেলাজুড়ে ৷ লকডাউন পালনে কঠোর হয়েছে প্রশাসনও ৷

ABOUT THE AUTHOR

...view details