বংশীহারী, 15 ডিসেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ কালিয়াগঞ্জ উপনির্বাচনের দায়িত্ব থাকায় জেলার কর্মীদের সময় দিতে পারেননি রাজীববাবু । এই প্রথম পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে জেলার তৃণমূল দলের কোর কমিটি, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন তিনি । আজ সকালে জেলার বুনিয়াদপুর সার্কিট হাউজ়ে ওঠেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তারপর বুনিয়াদপুর শহরের একটি বেসরকারি হোটেলে জেলার তৃণমূল কর্মীদের নিয়ে প্রায় দু'ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি । আজকের কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ , মন্ত্রী বাচ্চু হাঁসদা সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব ।
আজকের বৈঠক শেষে রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন NRC ও CAA প্রসঙ্গেও ৷ তিনি বলেন, "NRC-র বিরুদ্ধে আমরা বারে বারে কর্মীদের বলছি সরকারি সম্পত্তি যেন না নষ্ট করে ৷ সম্পত্তি নষ্ট করলে আইন আইনের পথে চলবে ৷ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল দল আছে, ততদিন NRC হবে না ৷ যারা আন্দোলন করতে চান তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন ৷ তার জন্য আমরা কোথাও পথ অবরোধ করা বা কোথাও সরকারি সম্পত্তি নষ্ট করা মেনে নেব না ৷ যারা এই সমস্ত নষ্ট করছে তাদের বিরুদ্ধে রাজ্য আইনানুগ ব্যবস্থা নেবে ।"