হিলি, 9 জুলাই : তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধল পাড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে বিজেপি সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব পাস হল শুক্রবার। বিজেপির ডাকা অনাস্থায় সমর্থন তৃণমূলের। এদিকে বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, প্রধান পাল্টে গেলেও বোর্ড থাকছে তৃণমূলেরই হাতে ।
22 জুন ধল পাড়া পঞ্চায়েত প্রধান শেফালী বর্মনের বিরুদ্ধে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অনাস্থা প্রস্তাব পত্র জমা দেন বিরোধী দলনেতা মৃণাল সরকার। প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতির মতো অভিযোগ তুলে অনাস্থার প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপির পঞ্চায়েত সদস্যরা।
ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য 14 ৷ এর মধ্যে এর মধ্যে তৃণমূলের 8 ও বিজেপির 6 সদস্য নির্বাচনে জয়লাভ করেছিলেন ৷ এরমধ্যে বিজেপির একজন সদস্য মারা গিয়েছেন। এছাড়ও বিজেপির দুই সদস্য পার্থ রায় ও মৃণাল সরকার তৃণমূলে যোগ দিয়েছেন । বর্তমানে বিজেপির সদস্য 3 জন ।