বংশিহারি, 31 অক্টোবর: ধান ক্ষেতের পাশ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া অবস্থায় সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার ৷ ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকায় ৷ পুলিশ সদ্যোজাতকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছে ৷ বুধবার শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । বংশিহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, "নলপুকুর এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হয়েছে আজকে এবং আমরা থানার পক্ষ থেকে আগামিকাল ময়নাতদন্তের জন্য পাঠাব বালুরঘাটে ।"
জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ স্থানীয় এক যুবক ওই এলাকায় ধান ক্ষেতের পাশে তাল কোড়াতে এসেছিলেন ৷ সেসময়ই তাঁর নজরে আসে প্লাস্টিকের ক্যারিব্যাগে মুড়ে কিছু পড়ে রয়েছে । কাছে গিয়ে প্লাস্টিকটা খুলে দেখেন যুবক ৷ তখনই তার মধ্যে একটি সদ্যোজাতর দেহ দেখতে পান তিনি ৷ সঙ্গে সঙ্গে বংশিহারি থানায় এই খবর দেওয়া হয় । বংশিহারি থানার পুলিশ এসে দেহটি নিয়ে যায় । তার আগে শিশুকন্যাকে দেখতে সেখানে ভিড় জমায় প্রচুর আশেপাশের লোক ৷ তারা জানাচ্ছে, কে বা কারা এখানে এই সদ্যজাতকে ফেলে গিয়েছে ৷ এ বিষয়ে এলাকাবাসীরা কিছু জানে না ৷
এলাকাবাসীদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভা এলাকায় প্রচুর নার্সিংহোম গজিয়ে উঠেছে ৷ এগুলিতেই বেআইনিভাবে শিশুর জন্ম দেওয়া হয় ৷ পরেই বিভিন্ন জায়গায় সদ্যোজাতদের ফেলে দেওয়া হচ্ছে ৷ সেই কারণে প্রায় প্রতিদিন পৌরসভা-সহ বংশিহারি ব্লকের বিভিন্ন এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হচ্ছে ।