বালুরঘাট, 15 ফেব্রুয়ারি: বালুরঘাটের নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াতে পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । তাদের নতুন উদ্যোগ "প্রণাম"। গতকাল বালুরঘাট থানা চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের পুলিশের নির্দিষ্ট হেল্পলাইন নম্বর দেওয়া হয় । জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত আনুষ্ঠানিকভাবে মঞ্চ থেকে তিনজন প্রবীণের হাতে পুলিশের হেল্পলাইন নম্বরের কার্ড তুলে দেন । এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুকুমার দে, নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি, বালুরঘাট হাসপাতালের সুপার তপনকুমার বিশ্বাস সহ অন্যরা ।
বালুঘাট শহরের 25টি ওয়ার্ডে এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাঁরা একাই থাকেনন । অনেকের সন্তান থাকলেও দেখভাল করে না । এবার তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । অসুস্থ হলে ডাক্তার দেখানো বা দোকান থেকে ওষুধ নিয়ে আসা থেকে শুরু করে নানাভাবে তাদের সাহায্য করবে পুলিশ । কোনও অভিযোগ দায়ের করতে হলে শুধু একটা ফোন করলেই পুলিশি সাহায্য মিলবে বলেও জানানো হয়েছে।