বালুরঘাট, 9 জুলাই : দক্ষিণ দিনাজপুরে নতুন করে 30 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ আক্রান্তদের মধ্যে একজন তৃণমূল বিধায়ক৷ এনিয়ে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 277 ৷ যদিও ইতিমধ্যে 210 জন সুস্থ হয়ে উঠেছে ৷
গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালারসের নমুনা পরীক্ষার যে রিপোর্টগুলি এসেছে তা থেকে জানা গেছে, নতুন করে 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক রয়েছেন ৷ 30 জুন ট্রুনাট মেশিনে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ সেইসময় তাঁর রিপোর্ট মিডিয়াম পজ়িটিভ আসে ৷ পরে নিশ্চিত হওয়ার জন্য তাঁর নমুনা মালদা মেডিকেল কলেজে পাঠানো হয় ৷ সেই রিপোর্টই গতরাতে আসে ৷ আর তাতেই নিশ্চিত হয় যে, তিনি কোরোনায় আক্রান্ত ৷