বালুরঘাট, 30 এপ্রিল : দিনেদুপুরে পুকুর চুরির অভিযোগ উঠল বালুরঘাট চকভৃগু এলাকায় । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চকভৃগুর পল্লী পাঠাগার এলাকায় দুটি পুকুর অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে । ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বালুরঘাট পুরসভায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পল্লী পাঠাগার এলাকায় দু’টি পুকুর অবৈধভাবে ভরাট করছিল এলাকার কিছু সমাজবিরোধী । এই নিয়ে বালুরঘাট পুরসভাকে লিখিত অভিযোগ জানানো হয় । কিন্তু কোনও পদক্ষেপ করেনি পুরসভা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । যেখানে ভূগর্ভস্থ জল নেমে যাচ্ছে ক্রমশ । সেই সময় পুকুর ভরাট করার মত অবৈধ কাজ হচ্ছে বালুরঘাট চকভৃগু পল্লী পাঠাগার এলাকায় । বিশেষজ্ঞদের মতে, রাজ্য তথা সারা দেশব্যাপী ভূগর্ভস্থ জল নেমে যাওয়ায় তৈরি হবে পানীয় জলের সমস্যা । যার জন্য জল ধরো জল ভরো সহ নানা প্রকল্প গ্রহণ করছে সরকার ।