পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইক দুর্ঘটনায় মৃত গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের ছেলে - বাইক দুর্ঘটনায় মৃত্যু পৌরসভার চেয়ারম্যানের ছেলের, আহত 3

গতকাল রাতে গঙ্গারামপুর থেকে শিববাড়ি যাওয়ার পথে একটি বাইক এসে ধাক্কা মারে কুণাল সরকারকে ৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

বাইক দুর্ঘটনায় মৃত্যু পৌরসভার চেয়ারম্যানের ছেলের

By

Published : Oct 30, 2019, 3:34 PM IST

Updated : Oct 31, 2019, 10:31 AM IST

গঙ্গারামপুর, 30 অক্টোবর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারের ছেলের ৷ বাইকের ধাক্কায় মৃত্যু হয় তার ৷ মৃতের নাম কুণাল সরকার ৷ ঘটনায় আহত আরও তিনজন ৷ আজ বালুরঘাট হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারাম থানার পুলিশ ৷

মৃতের পরিবারের তরফে জানা গেছে, গতরাতে গঙ্গারামপুর থেকে শিববাড়ি যাচ্ছিল কুণাল ৷ একটি বাইক পিছন থেকে এসে ধাক্কা মারে কুণালকে ৷ ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে সে ৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে ৷ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ধাক্কা মারা বাইকে থাকা তিনজন আরোহী বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়-সহ আরও অনেকে ৷

রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা বলেন, "গঙ্গারামপুর শিববাড়ি এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ হারায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারের ছেলে ৷ দুর্ঘটনার সময় বাইকে থাকা তিনজন আরোহী বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি ৷ আমরা চাই সঠিক তদন্ত হোক এবং সত্যটা সবার সামনে আসুক ৷"

গঙ্গারামপুর পৌরসভা ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত জানান, গতরাতে শিববাড়ি এলাকায় রাস্তায় হাঁটার সময় পিছন দিক থেকে একটি বাইক সজোরে ধাক্কা মারে কুণালকে ৷ বাইকে থাকা তিনজন ছিটকে পড়ে যায় । এলাকাবাসীরা সবাইকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসে ৷

কীভাবে দুর্ঘটনা ঘটল তা সঠিক তদন্ত করুক গঙ্গারামপুর থানা, দাবি স্থানীয়দের ৷ ওই বাইক আরোহীর বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করা হয় ৷

Last Updated : Oct 31, 2019, 10:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details