পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোটর বাইকের ধাক্কায় আহতকে হাসপাতালে নিয়ে গেলেন সাংসদ সুকান্ত - latest news of south dinajpur

মোটর বাইকের ধাক্কায় আহত এক ব্যক্তিকে নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁঁছে দিলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ হাসপাতালে ওই ব্যক্তির দেখাশোনার জন্য দলের কর্মীদের থাকতে বলেছেন তিনি ৷

আহত বসন্ত রায়

By

Published : Oct 28, 2019, 11:09 PM IST

গঙ্গারামপুর, 28 অক্টোবর : দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ নিজের গাড়ি করে কালীদিঘি হাসপাতালে ওই ব্যক্তিকে পৌঁছে দেন তিনি ৷

আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মনোহোলি মোড়ে বাইকের ধাক্কায় আহত হন তপনের দক্ষিণ বজড়া পুকুরের বাসিন্দা বসন্ত রায় ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ৷ কালীদিঘি হাসপাতালের উদ্দেশে রওনা দেন । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ৷ বিষয়টি তাঁর নজরে আসে ৷ এরপরই বসন্তবাবুকে সুকান্তবাবু তাঁর নিজের গাড়িতে করে কালীদিঘি হাসপাতালে পৌঁছে দেন ।

এই বিষয়ে সুকান্তবাবু বলেন, "আমি তপনের করদহ থেকে গঙ্গারামপুর যাচ্ছিলাম ৷ সেই সময় দেখতে পেলাম একজন ব্যক্তিকে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ৷ জিজ্ঞেস করতে তাঁরা বলেন বসন্ত রায় নামে ওই ব্যক্তিকে তপনের মনোহলি এলাকায় একটি মোটর সাইকেল পিছন থেকে ধাক্কা মেরেছে ৷ দুর্ঘটনায় তাঁর মাথা এবং কোমরে জোরে আঘাত লেগেছে ৷ গঙ্গারামপুর হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এরপরই আমি বসন্তবাবুকে আমার গাড়িতে করে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিই ৷"

বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বসন্তবাবু ৷ সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন ৷ হাসপাতালে বসন্তবাবুর দেখাশোনার জন্য গঙ্গারামপুর ব্লকের কর্মীদের থাকতেও বলে দিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details