পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মা নেই, নিখোঁজ বাবা; নাবালককে উদ্ধার করল বালুরঘাট চাইল্ড লাইন - দক্ষিণ দিনাজপুরের খবর

বালুরঘাটের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকা থেকে এক নাবালক উদ্ধার করল চাইল্ড লাইন ৷ তাকে শুভায়ন হোমে পাঠানো হয়েছে।

a 11yrs old boy rescued by child line in Balurghat
বালুরঘাটে চাইল্ড লাইন কতৃক উদ্ধার এক নাবালক

By

Published : Mar 2, 2020, 10:54 PM IST

বালুরঘাট, ২ মার্চ: একমাস ধরে বন্ধ পড়াশোনা । প্রতিবেশীদের সাহায্যে পাচ্ছে খাবার । রাত কাটছে অন্যের দোকানের বারান্দায় বা খোলা জায়গায় । বালুরঘাটের খাদিমপুরের রবীন্দ্রনগর এলাকা থেকে এক অসহায় নাবালককে উদ্ধার করল চাইল্ড লাইন । সোমবার বিকেলে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে আসার পর তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে তোলা হয় । এখন তাকে বালুরঘাটের শুভায়ন হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

১১বছর বয়সি ওই নাবালক স্থানীয় বাঘাযতীন প্রাথমিক স্কুলে ক্লাস ফোরে পড়ে । অনেকদিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছে । কয়েক মাস আগে নিখোঁজ হয়ে যায় বাবাও । তারপর আর খোঁজ পাওয়া যায়নি ৷ পরে কাকু ও কাকিমার কাছেই থাকত সে । তবে কর্মসূত্রে মাসখানেক আগে তারা ভিনরাজ্যে চলে যায় । তারপর থেকে একা হয়ে গেছে ওই নাবালক । বন্ধ হয়ে গেছে পড়াশোনাও । প্রতিবেশীরা দিলে কোনওরকমে খাবার জুটছে । এর ওর দোকানের সামনে কাটছে রাত । দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল । সোমবার বালুরঘাট চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে তার খবর আসে । এরপরে ঘটনাস্থানে যায় চাইল্ড লাইন কর্তৃপক্ষ । উদ্ধার করে নিয়ে আসা হয় তাকে ।

এবিষয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষের তরফে রিতা মাহাত বলেন, আজ বিকেলে বালুরঘাট শহরের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকা থেকে এক নাবালককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

নাবালকে উদ্ধার করে বালুরঘাট চাইল্ড লাইন কর্তৃপক্ষ

চাইল্ড ওয়েলফেয়ার সূত্রে জানা গেছে, ওই নাবালককে আপাতত শুভায়ন হোমে পাঠানো হয়েছে। তার কাকা-কাকিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে চাইল্ড লাইন কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details