পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে BJP ছেড়ে কয়েক হাজার কর্মী-সমর্থক তৃণমূলে - BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সম্পদক মিঠু মহন্ত

আসন্ন পৌরসভা নির্বাচনের আগে দলে বড় এক ভাঙনের ফলে অনেকটাই ব্যাকফুটে BJP বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে । আজ দক্ষিণ দিনাজপুরে 4 হাজারের বেশি সমর্থক BJP ও বাম-কংগ্রেস জোট ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

tmc
tmc

By

Published : Feb 24, 2020, 2:40 AM IST

Updated : Feb 24, 2020, 2:46 AM IST

বালুরঘাট, 24 ফেব্রুয়ারি : BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সম্পদক মিঠু মহন্ত এবং BJP-র শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামসুন্দর সাহার হাত ধরে ও বাম-কংগ্রেস ছেড়ে 4 হাজারের বেশি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন । রবিবার বিকেলে বালুরঘাট পৌরসভার সাহেবকাছারি এলাকায় উৎসব ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ।

পৌরসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙনের জেরে BJP অনেকটাই ব্যাকফুটে চলে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও BJP-র অভিযোগ, যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা নানা দুর্নীতির সঙ্গে যুক্ত । তাঁদের শো-কজ় করা হয়েছে । BJP-র পাশাপাশি বাম-কংগ্রেসের কয়েকজন সদস্যও তৃণমূলে যোগদান করেন ।

মিঠু মহন্ত বালুরঘাট টাউন BJP-র মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন । BJP-র সদ্য তৈরি হওয়া জেলা কমিটিতে তিনি স্থান পান । শুধুমাত্র স্থান নয়, জেলা সম্পাদক পদ পেয়েছিলেন তিনি । আজ তিনি BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এছাড়াও BJP-র শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শ্যামসুন্দর সাহা, BJP-র ট্রেড ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক চণ্ডী সাহা, BJP টাউন মণ্ডল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক দেবায়ন গোস্বামী, প্রাক্তন শহর মণ্ডল কমিটির সহ-সভাপতি কাজল সরকার সহ অন্যরা BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ।

পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন জেলা সম্পাদক চিত্তরঞ্জন দাস সহ বিভিন্ন দলের প্রথম সারির নেতারা দল ছেড়ে ঘাসফুলে যোগদান করেন । সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের বালুরঘাট টাউন কমিটির সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট বিধানসভার তৃণমূল কনভেনার বিভাস চ্যাটার্জী, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।

এদিকে যে BJP নেতারা তৃণমূলে যোগ দেন, তাঁরা বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে BJP-র স্লোগান দিয়ে দেন। পরে যদিও ক্ষমা চেয়ে নেন তাঁরা । এবিষয়ে মিঠু মহন্ত জানান, BJP-তে যে আদর্শ ও নীতি নিয়ে কাজ করতেন, বালুরঘাট লোকসভা আসন BJP-র সুকান্ত মজুমদার জেতার পর যে ভাবধারায় চলছেন, এমনকী পুরো জেলা কমিটি যেভাবে চলছে সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলায় BJP-র কোনও আদর্শ ও নীতি নেই । পাশাপাশি CAA ও NRC নিয়ে প্রতিবাদ জানিয়ে তাঁরা BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । আগামীদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও আদর্শে তাঁরা কাজ করবেন ।

অন্য দল থেকে BJP-তে যোগ 5 হাজার সমর্থকের

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, "মানুষের পাশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে । সেই কারণে সকলেই একে একে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করছেন । কিছুদিনের মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় BJP-র কঙ্কালসার চেহারা দেখতে পাবেন সাধারণ মানুষ । জেলার ছটি বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেস পাবে ।"

যদিও এই বিষয়ে বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "যাঁরা তৃণমূলে যোগদান করেছেন তাঁরা সকলেই দুর্নীতিগ্রস্ত ও তোলাবাজ । তৃণমূলই ওদের পক্ষে আদর্শ দল । আর যাঁরা বলছেন 4 হাজারের বেশি সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে 50 জনও নেই ।"

Last Updated : Feb 24, 2020, 2:46 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details