বালুরঘাট, 24 ফেব্রুয়ারি : BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সম্পদক মিঠু মহন্ত এবং BJP-র শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামসুন্দর সাহার হাত ধরে ও বাম-কংগ্রেস ছেড়ে 4 হাজারের বেশি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন । রবিবার বিকেলে বালুরঘাট পৌরসভার সাহেবকাছারি এলাকায় উৎসব ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ।
পৌরসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙনের জেরে BJP অনেকটাই ব্যাকফুটে চলে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও BJP-র অভিযোগ, যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা নানা দুর্নীতির সঙ্গে যুক্ত । তাঁদের শো-কজ় করা হয়েছে । BJP-র পাশাপাশি বাম-কংগ্রেসের কয়েকজন সদস্যও তৃণমূলে যোগদান করেন ।
মিঠু মহন্ত বালুরঘাট টাউন BJP-র মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন । BJP-র সদ্য তৈরি হওয়া জেলা কমিটিতে তিনি স্থান পান । শুধুমাত্র স্থান নয়, জেলা সম্পাদক পদ পেয়েছিলেন তিনি । আজ তিনি BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এছাড়াও BJP-র শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শ্যামসুন্দর সাহা, BJP-র ট্রেড ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক চণ্ডী সাহা, BJP টাউন মণ্ডল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক দেবায়ন গোস্বামী, প্রাক্তন শহর মণ্ডল কমিটির সহ-সভাপতি কাজল সরকার সহ অন্যরা BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ।
পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন জেলা সম্পাদক চিত্তরঞ্জন দাস সহ বিভিন্ন দলের প্রথম সারির নেতারা দল ছেড়ে ঘাসফুলে যোগদান করেন । সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের বালুরঘাট টাউন কমিটির সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট বিধানসভার তৃণমূল কনভেনার বিভাস চ্যাটার্জী, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।