গঙ্গারামপুর, 25 অগাস্ট : আস্থা ভোটের 21 দিনের মাথায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছে গঙ্গারামপুর পৌরসভায় ৷ আগামীকাল হবে চেয়ারম্যান পদের নির্বাচন ৷ দৌড়ে রয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার, অতনু রায় ও অশোক বর্ধন ৷
কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে চলতি মাসের 5 তারিখ পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনা হয় ৷ সেদিন তৃণমূলের সমর্থনে 11 জন কাউন্সিলর পৌরসভায় যান ৷ কিন্তু তার দু'দিন আগেই ভাইস চেয়ারম্যান তুলসিপ্রসাদ চৌধুরি অনাস্থা সভার উপর স্থগিতাদেশ আনেন ৷ প্রশান্তবাবু অনাস্থা সভা বয়কট করেন ৷ 5 তারিখের অনাস্থা সভায় প্রশান্তবাবু সহ মোট 7 জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন ৷ ওই দিন চেয়ারম্যানের বিরুদ্ধে 11-0 ভোটে জয়ী হয় তৃণমূল ৷ তবে এরপর 15 দিন কেটে গেলেও নির্বাচিত হননি চেয়ারম্যান ৷ শেষমেশ তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 26 অগাস্ট নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন ৷