জাতীয় সড়কে চলন্ত অবস্থায় বাইক আরোহীকে গুলি, বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা - বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
![জাতীয় সড়কে চলন্ত অবস্থায় বাইক আরোহীকে গুলি, বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা miscreants shot the bike rider](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8645573-886-8645573-1598999454955.jpg)
02:26 September 02
বাইক আরোহী নিশীথ বিশ্বাসকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট ও তপন থানার পুলিশ।
বালুরঘাট, 2 সেপ্টেম্বর: চলন্ত অবস্থায় বাইক আরোহীকে গুলি করে মোটর বাইক ছিনতাই করল দুষ্কৃতীরা । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের নলকুড়া এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় বাইক আরোহী নিশীথ বিশ্বাসকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট ও তপন থানার পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে, নিশীথ বিশ্বাসের বাড়ি গঙ্গারামপুর থানার নাড়ই এলাকায়। মঙ্গলবার রাতে বালুরঘাট থেকে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, বাড়ি ফেরার পথে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের নলকুড়া এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে আচমকাই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তাঁর উপর। নিশীথকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ডান হাতে গুলি লাগে তাঁর। গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন যুবক। এরপরই মোটর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে, গুলিবিদ্ধ অবস্থাতেই ওই যুবক রামপুর ফাঁড়িতে গিয়ে পুরো ঘটনা জানায়। পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি জানতে পেরে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷