বালুরঘাট, 2 অগস্ট : 32 কোটি টাকা ব্যায়ে আত্রেয়ী নদীর উপর হবে চেক ড্যাম । আর এর ফলে বালুরঘাট পৌরসভা এলাকার জলসরবরাহ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর সহ বিস্তীর্ণ এলাকার চাষবাষের সমস্যার অনেকটাই সমাধান হবে।
রবিবার আত্রেয়ী নদীর উপর এই চেক ড্যাম তৈরির ঘোষণা করলেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ প্রতীক্ষার পর বালুরঘাট শহরে চারটি পুনর্নির্মাণ স্লুইসগেটের উদ্বোধন করলেন ।
রবিবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি, কুশমন্ডির বিধায়ক রেখা রায়, বালুরঘাট পৌরসভার চেয়ারপার্সন হরিপদ সাহা, দক্ষিণ দিনাজপুর সেচ দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যাম বন্দ্যোপাধ্যায়।
বালুরঘাট শহরে পুনর্নির্মাণ করা হল স্লুইসগেট আরও পড়ুন :সরকারি নির্দেশকে অমান্য করে বালুরঘাটে চালু স্কুল
দীর্ঘদিন ধরেই বালুরঘাট শহরের সঙ্গে সংযুক্ত হাইড্রেনগুলির স্লুইসগেট নষ্ট হয়ে পড়ে রয়েছে। সেচ দফতরের উদ্যোগে 2 কোটি 96 লাখ টাকা ব্যয়ে শহরের চারটি এলাকায় পুনর্নির্মাণ করা হল স্লুইসগেট। এদিন আত্রেয়ী নদীর সঙ্গে সংযুক্ত স্লুইসগেট গুলির মধ্যে নিমতলী, চকভবনী, মধুবন স্লুইসগেট এবং খাড়ির সঙ্গে যুক্ত বেলতলা পার্ক স্লুইসগেটের উদ্বোধন করা হয়। মন্ত্রীর উপস্থিতিতে এই স্লুইসগেটগুলির উদ্বোধন করা হয় যা বালুরঘাট পৌরসভা এলাকার ড্রেনেজ সিস্টেমকে আরও উন্নত করবে।
স্লুইসগেটের উদ্বোধন অনুষ্ঠান অল্প বৃষ্টিতেই বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। নতুন এই স্লুইসগেটের মাধ্যমে হাইড্রেনগুলিকে নদীর সঙ্গে যুক্ত করা হয়েছে ফলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে বালুরঘাট পৌরসভা এলাকার মানুষ ।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা করেছেন ৷ প্রায় 32 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বালুরঘাটের লাইফলাইন আত্রেয়ী নদীর উপর একটি চেক ড্যাম তৈরি করার জন্য। এই চেক ড্যাম তৈরি হলে আত্রেয়ীর জলের যেমন সারা বছর গতি থাকবে, তেমনি বালুরঘাটে পৌরসভা এলাকার পানীয় জল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জল এই ড্যাম থেকে গ্রহণ করতে পারবে।
32 কোটি টাকা ব্যয়ে চেক ড্যাম তৈরির ঘোষণা করলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আরও পড়ুন : 6 কোটি খরচেও সাগরদিঘিতে হয়নি ইকো টুরিজম, মন্ত্রী সাবিনার উদ্যোগ ফলপ্রসূ হবে ?
এছাড়াও নদীর তীরবর্তী অঞ্চলে যেখানে নদীর জলের উপর নির্ভর করে চাষবাষ হয় সেখানেও সারা বছর জল সেচের ব্যবস্থা করা যাবে এই চেক ড্যাম হলে। এমনই মত প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন।