পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক অশান্তি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক - দক্ষিণ দিনাজপুর

মৃত ব্যক্তি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন । কিছুদিন আগে তিনি বাড়ি ফিরে আসেন ।

K
K

By

Published : Sep 24, 2020, 9:52 PM IST

বংশীহারী, 24 সেপ্টেম্বর : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক পরিযায়ী শ্রমিক । মৃত শ্রমিকের নাম আলীউস হাজদা (55) । বাড়ি বংশীহারী থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পত্রা এলাকায় । ভিন রাজ্যে কাজে ফিরতে চাইলে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধে । সেই কারণেই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন । কিছুদিন আগে তিনি বাড়ি ফিরে আসেন । ফের তাঁর ভিন রাজ্যে কাজে যাওয়ার কথা ছিল । এই নিয়ে গতকাল রাতে স্ত্রীর সঙ্গে বচসা বাধে আলীউস হাজদার । এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি শিশু গাছে ওই ব্যক্তির দেহ ঝুলে দেখে স্থানীয়রা । বংশীহারী থানার পুলিশ এসে মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায় । ঘটনার তদন্ত করছে বংশীহারী থানার পুলিশ ।

এই বিষয়ে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, বংশীহারী ব্লকের গ্রাম পঞ্চায়েতের এলাকায় এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details