পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Migrant Worker Murder : চোর অপবাদে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন গঙ্গারামপুরে - চোর অপবাদে পিটিয়ে খুন করা হল এক পরিযায়ী শ্রমিককে

চোর অপবাদে পিটিয়ে খুন করা হল এক পরিযায়ী শ্রমিককে ৷ মৃতের বাড়ি গঙ্গারামপুরের অশোক গ্রাম দু'মুঠো এলাকায় (Migrant worker beaten to death) ।

Migrant Worker Murder
চোর অপবাদে পিটিয়ে খুন করা হল এক পরিযায়ী শ্রমিককে

By

Published : Jan 25, 2022, 3:48 PM IST

গঙ্গারামপুর, 25 জানুয়ারি : চোর অপবাদে পিটিয়ে খুন করা হল এক পরিযায়ী শ্রমিককে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের অশোক গ্রাম দু'মুঠো এলাকায় । মৃত যুবকের নাম মনজরুল হোসেন (Migrant worker beaten to death in Gangarampur) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাত্রে বাইক নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক । তখনই একদল যুবক তাঁর গাড়ি থামিয়ে স্থানীয় মঙ্গলু রায়ের বাড়িতে নিয়ে গিয়ে গাছের মধ্যে বেঁধে বেধড়ক মারধর করতে থাকে । তাঁরা গিয়ে মনজরুলকে ছেড়ে দিতে অনুরোধ করলেও তাঁকে ক্রমাগত মারতে থাকে অভিযুক্ত মঙ্গলু রায় ও তাঁর বাড়ির লোক ৷ ‘ও চুরি করেছে’ বলে পরিবারের লোকদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ৷ পরিবারের লোকের দাবি, চোর অপবাদ দিলেও আসলে ব্যক্তিগত আক্রোশেই খুন করা হয়েছে তাঁকে ৷ মনজরুলের পরিবার গঙ্গারামপুর থানায় খবর দিলেও পুলিশ পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর ।

পরিবারের তরফে জানা গিয়েছে, মনজরুল গোয়াতে শ্রমিকের কাজ করেন । কিছুদিন আগেই তিনি গ্রামে আসেন ৷ 1 ফেব্রুয়ারি পরিবার নিয়ে ফের গোয়া ফিরে যাওয়ার কথা ছিল । তার আগেই এই পরিণতি ৷

আরও পড়ুন : ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের 4 পরিযায়ী শ্রমিক

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘গঙ্গারামপুর থানার অশোক গ্রাম দু'মুঠো এলাকায় এক পরিযায়ী শ্রমিককে চোর অপবাদে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে । আমরা মৃতদেহ উদ্ধার করেছি ৷ ওই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ।’’ ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানা । শেষ পাওয়া খবর পর্যন্ত, এক অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details