বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 7 ফেব্রুয়ারি: মিড-ডে মিল (Mid Day Meal) রান্না করার সময় গরম ডালে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন রাঁধুনি তথা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা । মঙ্গলবার 11টা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দৌলতপুর হাইস্কুলে ৷ 35 বছর বয়সি আহত মহিলার নাম পুতুল ভুঁইমালি ৷ বর্তমানে তিনি গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন (South Dinajpur News)৷
জানা গিয়েছে, প্রতিদিন দৌলতপুর হাইস্কুলে সারদামণি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 17টি গ্রুপ এক একদিন রান্নার কাজ করে থাকে ৷ রান্নাঘরে খুব অল্প জায়গা থাকার কারণে রান্নাতে সমস্যা হত মহিলাদের । মঙ্গলবার বেলা 11টার সময় রান্নার কাজ করছিলেন নবম গ্রুপের মহিলারা ৷ এদিনের মেনুতে ছিল ভাত আর গাজর ও বাঁধাকপি দিয়ে ডাল ৷ যথাসময়ে খাবার পরিবেশনের জন্য রান্নার তোড়জোড় চলছিল ৷ গরম ডাল কড়াই থেকে হাতা দিয়ে পাশের এক বড় গামলায় ঢালছিলেন পুতুল । সেই সময় রান্নাঘরে পড়ে থাকা জলের মধ্যে পিছলে গিয়ে গরম ডালের বড় কড়াইয়ের মধ্যে পড়ে যান তিনি ৷ দেখামাত্রই দলের মহিলাদের চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে আসেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এরপর তড়িঘড়ি তাঁকে সেখান থেকে তুলে ঠান্ডা জলে ধুইয়ে কাপড় পরিবর্তন করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর হাসপাতালে । খবর পেয়ে সেখানে যান পুতুলের স্বামী-সহ পরিবারের লোকজন ৷