বুনিয়াদপুর, 10 অগাস্ট : আন্তর্জাতিক আদিবাসী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আয়েজিত হয় আদিবাসী নারী শিশু বিকাশ ও বিজ্ঞান চেতনা মেলা 2019 ৷ কুঠি নামক একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করেছিল ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মেলার উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমাজুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে । অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, "আদিবাসী সমাজ এখনও অনেক পিছিয়ে রয়েছে ৷ আদিবাসীরা অনেক সুযোগ-সুবিধে পাচ্ছে না । কেন্দ্রীয় সরকারের আদিবাসী উন্নয়ণ মন্ত্রক আদিবাসীদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছে । গ্রামে গ্রামে সড়ক যোজনার রাস্তা করা হয়েছে ৷ আদিবাসীদের তৈরি সামগ্রী বিক্রয়ের সুব্যবস্থা করা হয়েছে ৷ আগামী দিনে আদিবাসীদের জীবনযাত্রার মান আরও উপরে নিয়ে যাবে মোদি সরকার৷ "
তিনি আরও বলেন, "রাজ্যের দুটি আদিবাসী সংরক্ষিত লোকসভা আসন আলিপুরদুয়ার আর ঝাড়গ্রামে BJP বিপুল ভোটে জয়লাভ করেছে ৷ আদিবাসী সমাজ আমাদের দু'হাত তুলে আর্শীবাদ দিয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে মোট 3 জন আদিবাসী সাংসদকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি । BJP-ই একমাত্র আদিবাসীদের উন্নয়ন করতে পারে । শহরের কাছাকাছি যারা আছে তারাই বেশি সুবিধা পেয়ে এসেছে । বাংলার আদিবাসীরা 2 টাকা কেজি চাল পায় না ৷ আগে আদিবাসীরা কাঠ, পাতা পুড়িয়ে রান্না করত ,কিন্তু মোদী সরকার তাঁদের হাতে LPG কানেকশন উপহার দিয়েছে ৷ "
মেলার আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন কুঠির সম্পাদক রাজা টুডু বলেন, "আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে উৎসবের আয়োজন ৷ পাশাপাশি ছোটো মেলারও আয়োজন করেছি আমরা ৷ নাচ ,গান ও নাটকের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি ৷ আদিবাসী সমাজের উন্নয়ন করার জন্য আগামী দিনে আমরা আরও নানা কর্মসূচির আয়োজন করব ৷"