পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে প্রত্যাবর্তন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যার

13 জুলাই BJP ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 10 সদস্য ৷ আর এবার তৃণমূল ছেড়ে পুরোনো দল BJP-তে ফিরলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা ৷

BJP-তে যোগ

By

Published : Jul 20, 2019, 8:30 PM IST

বালুরঘাট, 20 জুলাই : পাঁচ দিনের মাথায় ফের BJP-তে যোগ দিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ ৷ আজ বালুরঘাটে দলীয়কার্যালয়ে জেলা সভাপতি শুভেন্দু সরকার ও সাধারণ সম্পাদক বাপি সরকারের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি ।

বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চমী বর্মণ

লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের পালা । কেউ তৃণমূল ছেড়ে BJP-তে, কেউ আবার BJP ছেড়ে তৃণমূলে যাচ্ছেন৷ কিন্তু, তাঁদের অনেকেই ফিরেছেন পুরোনো দলে ৷ এই তালিকায় এবার যুক্ত হল পঞ্চমী বর্মণের নাম ৷

বিগত পঞ্চায়েত নির্বাচনে চিঙ্গিশপুর এলাকা থেকে BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন পঞ্চমী ৷ সেই চিঙ্গিশপুরেই 15 জুলাই এক সভায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি ৷ আর আজ BJP-তে ফিরে বলেন, "আমাকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল ৷"

শুভেন্দু সরকার বলেন, "পঞ্চমী বর্মণ BJP-তেই ছিলেন ৷ আর BJP-তেই থাকবেন ৷ আমাদের কেউ তৃণমূলে যাচ্ছে না ৷ বরং তৃণমূলের অনেকে BJP-তে আসছে ৷" এবিষয়ে অর্পিতা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details