কুমারগঞ্জ, 23 ডিসেম্বর : বাংলাদেশ থেকে যাঁরা প্রতারিত হয়ে ভারতে আসবেন তাঁদের হিন্দুত্বের পরিচয়পত্র দেবে মতুয়া সংঘ। মতুয়া সংঘ যে পরিচয়পত্র দেবে তা সব থেকে বড় হিন্দুত্বের পরিচয়পত্র হবে । এই পরিচয় থাকলে মতুয়া সংঘ নিশ্চিত সেই ব্যক্তি হিন্দু । এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা মতুয়া সম্প্রদায়ের অন্যতম সদস্য শান্তনু ঠাকুর ।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা হাটে মতুয়া সংঘের বাৎসরিক ধর্মীয় জেলা সম্মেলনে এসে নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করেন সাংসদ শান্তনু ঠাকুর । তাঁর বক্তব্য, কেন্দ্র, রাজ্য সরকার কারোরই অভয়বাণীকে মেনে নেবে না মতুয়া সংঘ । মতুয়া মহাসংঘ তার সদস্যদের পরিচয়পত্র দেবে । সেই পরিচয়পত্র সব থেকে বড় প্রমাণ হিন্দুত্বের। কাউকে অন্য কোনও পরিচয়পত্র দেখানোর দরকার নেই। কেন্দ্রীয় সরকার নতুন আইন করেছে আর সেই আইন রূপায়ণে দেরি হচ্ছে ।