আড়াই মাস পর বাজার সরছে তহবাজারে - বালুরঘাট হাইস্কুল মাঠ
লকডাউন শিথিল হওয়ার পরে আবার বাজার বসবে তহবাজারে । শুক্রবার থেকে এই বাজার বসবে সামাজিক দূরত্ববিধি মেনে । এর ফলে স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ী মহলে ।বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে তহবাজারে বাজার বসার অনুমতি দেওয়া হয়েছে ।
বালুরঘাট, 11 জুন : প্রায় আড়াই মাস পর বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বাজার সরে গিয়ে তহবাজারে বসতে চলেছে। শুক্রবার থেকে তহবাজারে সব দোকান বসবে বলে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে প্রশাসনের নির্দেশ পেতেই বৃহস্পতিবার বিকেল থেকে বালুরঘাট হাইস্কুল মাঠে থাকা অস্থায়ী ছাউনি খুলে ফেলে ব্যবসায়ীরা ৷ বর্ষার ঠিক আগে পুরনো জায়গায় যাওয়ায় জল কাদার সমস্যা মিটতে চলেছে ব্যবসায়ীদের। যদিও যখন কোরোনার প্রকোপ বাড়ছে এমন অবস্থায় বালুরঘাট হাইস্কুল থেকে বাজার সরানোয় উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, কোরোনা ও লকডাউনের জন্য 29 মার্চ থেকে বালুরঘাট তহবাজারের ব্যবসায়ীদের বালুরঘাট হাইস্কুল মাঠে বসার নির্দেশ দেওয়া হয়। এদিকে বসার একদিন পর উপযুক্ত পরিকাঠামো না থাকায় অনেকে তহবাজারে ফিরে যান। পরে এপ্রিল মাসে প্রশাসনের নতুন নির্দেশিকায় ফের তহবাজার থেকে ব্যবসায়ীরা হাইস্কুল মাঠে বসতে শুরু করে। ঘিঞ্জি পরিবেশের কারণে তহবাজার থেকে বাজার অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয় বালুরঘাট হাইস্কুলের ফাঁকা ময়দানে। সেখানে সুষ্ঠুভাবেই দূরত্ববিধি বজায় রেখে বাজার চলছিল। তবে পরপর কয়েকটি ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছিল অস্থায়ী ছাউনি। যার জেরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। এই নিয়ে প্রশাসন ও ব্যবসায়ী সমিতির মধ্যে জোর তরজাও চলেছিল। অবশেষে লকডাউন শিথিল হতেই বালুরঘাট হাইস্কুল মাঠের অস্থায়ী বাজার পুনরায় বসতে চলেছে তহবাজারে।
এই বিষয়ে বালুরঘাট ব্যবসায়িক সমিতির সম্পাদক হরেরাম সাহা জানান, অস্থায়ী বাজারে সবজি, মাছ ও মাংস বিক্রেতাদের প্রচুর সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। বৃষ্টির মধ্যে বাজারে জল জমে যাচ্ছিল। ফলে ক্রেতারা বিশেষ বাজারমুখী হচ্ছিল না। তাছাড়াও ঝড়ের কারণে বারবার ছাউনি উড়ে যাওয়ার ফলে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছিল ব্যবসায়ীদের। তহবাজারে আবার বাজার বসানোর অনুমতি মেলার পরে স্বস্তি পেল ব্যবসায়ীরা। বর্ষা শুরু হওয়ার আগেই প্রশাসন পাকা ছাউনির নিচে বাজার বসানোর অনুমতি দিয়েছে। সবজি বিক্রেতা সহ ক্রেতাদেরও এর ফলে বাজার করতে সুবিধা হবে।
অন্যদিকে সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি বলেন, "বালুরঘাটে তহবাজারের সবজি বাজার শহরের সবচেয়ে বড় ও ব্যস্ততম বাজার। সংকীর্ণ জায়গার কারণে সেই বাজার কোরোনা মোকাবিলার ফলে বালুরঘাট হাইস্কুল ময়দানে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমানে অফিস কাছারি, আদালত সব খোলা হয়েছে। এই পরিস্থিতিতে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট হাইস্কুল ময়দানের অস্থায়ী সবজি বাজার পুনরায় তহবাজারে ফিরে যেতে পারবে। শুক্রবার থেকে সবজি বিক্রেতা তহবাজারে আবার তাদের সবজি নিয়ে বসতে পারবে। এমনকি মাছ ও মাংস বিক্রেতারাও বাজারে নিজস্ব জায়গায় বসতে পারবে।" তবে বালুরঘাটবাসীর কাছে তাঁর অনুরোধ, বাজার চলাকালীন তারা যেন দূরত্ব বজায় রাখে ও স্বাস্থ্যবিধি মেনে চলে।