বালুরঘাট, 26জুন : লকডাউনে তিন মাসেরও বেশি সময় বন্ধ রয়েছেদক্ষিণ দিনাজপুর জেলার সিঙ্গল স্ক্রিন সিনেমা হল । দীর্ঘদিন হল বন্ধ থাকায়সমস্যায় পড়েছেন কর্মীরা । বেশিরভাগ সিনেমা হলের কর্মীদেরই চাকরি গিয়েছে । অনেকেপেটের তাগিদে অন্য পেশায় যুক্ত হয়েছেন । সরকারি নিয়ম মেনে এই অবস্থায় সিনেমা হলদ্রুত খোলার দাবি জানান কর্মীরা । এইদিকে ধুলো পড়েছে সিনেমা হলের চেয়ারগুলিতে ।
দক্ষিণ দিনাজপুরে মোট ছয়টি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল রয়েছে । এর মধ্যে বালুরঘাটে তিনটি, গঙ্গারামপুরে দুইটি এবং বুনিয়াদপুর একটি সিনেমা হল রয়েছে । কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই লকডাউন শুরুর আগেই সিনেমা হল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন । এরপর দেশে লকডাউন জারি হয় । কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, এখনও জেলার কোনও সিনেমা হল খোলেনি ।
জেলার এই ছয়টি সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের মধ্যে বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হলটি আগেই সংস্কারের জন্য বন্ধ হয়েছে । বালুরঘাটের সত্যজিৎ মঞ্চ এবং কল্যাণী টকিজ় রয়েছে । অন্যদিকে গঙ্গারামপুরে রূপকথা ও মিতা এবং বুনিয়াদপুরে গৌরি সিনেমা হল রয়েছে । জেলার সবকটি সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে প্রায় 100জন কর্মী কাজ করেন । এর মধ্যে সত্যজিৎ মঞ্চে প্রায় 12 থেকে 15জন কর্মী রয়েছেন । অন্যান্য সিনেমা হলগুলিতেও প্রায় একই সংখ্যক কর্মী কর্মরত ছিলেন ।
লকডাউনের কারণে বেশিরভাগ সিনেমা হলের কর্মীদের ছাঁটাই করা হয়েছে । বা বসিয়ে দেওয়া হয়েছে । যদিও কয়েকটি সিনেমা হলের মালিক কর্মীদের 50 শতাংশ বেতন দিচ্ছেন । তবে সংসার চালানোর জন্য কোনভাবেই তা যথেষ্ট নয় । এমত অবস্থায় অনেক কর্মী ভিন্ন পেশায় যোগ দিয়েছেন । বর্তমানে বিভিন্ন শপিংমল এবং ধর্মীয় প্রতিষ্ঠান খুলে গেছে, শুধুমাত্র খোলেনি সিনেমা হল ।