কুশমণ্ডি, 23 এপ্রিল : তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'পক্ষের কমপক্ষে পাঁচজন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুশমণ্ডির চাঁদপুর এলাকার 37/128 বুথে দু'পক্ষের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে কেন্দ্রীয়বাহিনীর কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। আপাতত সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।
কুশমণ্ডিতে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম দু'পক্ষের কমপক্ষে 5 জন - clash
তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'পক্ষের কমপক্ষে পাঁচজন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুশমণ্ডির চাঁদপুর এলাকার 37/128 বুথে দু'পক্ষের সংঘর্ষ বাধে।
তৃণমূল-BJP সংঘর্ষ
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, এক তৃণমূলকর্মীকে হাঁসুয়া দিয়ে আঘাত করেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা। জখম রঞ্জিত মণ্ডল কুশমণ্ডি প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন। যদিও, BJP-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা অভিযোগ, ত়ৃণমূলকর্মীরা লাঠি নিয়ে চড়াও হয় BJP কর্মীদের উপর।
Last Updated : Apr 23, 2019, 11:24 AM IST