পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুশমণ্ডিতে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম দু'পক্ষের কমপক্ষে 5 জন - clash

তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'পক্ষের কমপক্ষে পাঁচজন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুশমণ্ডির চাঁদপুর এলাকার 37/128 বুথে দু'পক্ষের সংঘর্ষ বাধে।

তৃণমূল-BJP সংঘর্ষ

By

Published : Apr 23, 2019, 11:00 AM IST

Updated : Apr 23, 2019, 11:24 AM IST

কুশমণ্ডি, 23 এপ্রিল : তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'পক্ষের কমপক্ষে পাঁচজন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুশমণ্ডির চাঁদপুর এলাকার 37/128 বুথে দু'পক্ষের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে কেন্দ্রীয়বাহিনীর কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। আপাতত সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, এক তৃণমূলকর্মীকে হাঁসুয়া দিয়ে আঘাত করেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা। জখম রঞ্জিত মণ্ডল কুশমণ্ডি প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন। যদিও, BJP-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা অভিযোগ, ত়ৃণমূলকর্মীরা লাঠি নিয়ে চড়াও হয় BJP কর্মীদের উপর।

Last Updated : Apr 23, 2019, 11:24 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details