বালুরঘাট, 18 এপ্রিল : বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন । অসুস্থ থাকার কারণে তাঁকে ছেড়ে অন্যত্র চলে গেছেন পরিবারের লোকজন । যোগাযোগ রাখেন না পরিজনরা । এই পরিস্থিতিতে কিছুদিন আগে অসুস্থতা বাড়লে সুশীল দাস নামে গঙ্গারামপুরের ওই ব্যক্তিকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করেন প্রতিবেশীরা । পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি হাসপাতালের বিশ্রামাগারেই থেকে যান । এবার দু-তিন আগে জ্বর-শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । কিন্তু এই অবস্থাতেও বিশ্রামাগারেই রয়েছেন তিনি । উপায় না পেয়ে তাঁর পাশেই বসছেন রোগীর পরিজনরা । সুশীলবাবুর জ্বর- শ্বাসকষ্ট থাকায় আতঙ্কে তাঁরা সকলে । তাঁদের অভিযোগ, রোজ এই জরুরি বিভাগের সামনের বিশ্রামাগার দিয়ে যাতায়াত করলেও হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তিকে দেখছেন না । এভাবেই দু-তিনদিন ধরে পড়ে রয়েছেন । ফলে তাঁর যদি কোরোনা হয়, তাহলে বহু মানুষ সংক্রমিত হতে পারেন ।
সুশীল দাসের বাড়ি গঙ্গারামপুর থানার প্রাণসাগর এলাকায় । পরিবার-পরিজন থাকলেও তাঁরা থাকেন কলকাতায় । সুশীলবাবু অসুস্থ থাকায় তাঁরা তাঁকে ত্যাগ করেছেন । প্রথম দিকে এক চিলতে ঘরেই কোনওরকমে দিন কাটত । কিন্তু কিছুদিন আগে অসুস্থ হয়ে যাওয়ায় প্রতিবেশীরা তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করেন । দিনকয়েক পর ছুটি হলেও তিনি আর বাড়ি ফিরে যাননি । হাসপাতালে থেকে বেরিয়ে আবার হাসপাতালের জরুরি বিভাগের সামনের বিশ্রামাগারে ঠাঁই নেন । দু-তিন আগে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । রয়েছে জ্বরও । এই অবস্থায় তিনি বিশ্রামাগারেই পড়ে রয়েছেন । যার সামনে দিয়ে অনবরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করলেও, কেউই তাঁর চিকিৎসা করাতে এগিয়ে আসছেন না । ফলে, বিনা চিকিৎসাতেই সেখানে পড়ে রয়েছেন তিনি ।