বংশীহারী, 22 অগাস্ট : ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের । নাম তাপস সরকার (35) । তিনি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা । বুনিয়াদপুর পৌরসভার গ্রিন সিটি প্রকল্পের অধীনে বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুতায়ন কাজ করার সময় আজ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন ।
বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে লাইট, প্যান্ডেল, জেনারেটর ভাড়া খাটাতেন ওই যুবক । সেটাই ছিল তাঁর জীবিকা । ব্যবসাও । পরে বুনিয়াদপুর পৌরসভায় অস্থায়ী পদে কাজ পান তিনি । বিদ্যুতায়নের কাজ কয়েকমাস ধরেই করছেন । কয়েকমাস আগেও বিদ্যুৎস্পৃষ্ট হন । সেই সময় রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভরতিও হয়েছিলেন । পরে সুস্থ হয়ে ফিরে যান । আবার কাজ শুরু করেন । গতকাল বিকেল সাড়ে 5টা নাগাদ বিদ্যুৎপৃষ্ট হন তিনি । এলাকার লোকজন উদ্ধার করে নিয়ে যায় রসিদপুর গ্রামীণ হাসপাতালে । সেখান থেকে রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজে । গতকাল রাত আটটা নাগাদ মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় তাঁর । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।