বালুরঘাট, 10 ডিসেম্বর : মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে 10 বছরের কারাদণ্ড ব্যক্তির ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সাধন বর্মণ (36)। বাড়ি তপন থানার বাজিতপুর এলাকায় । সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকালই দোষীসাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালত । আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস।
2016 সালে 4 নভেম্বর বাড়িতে কেউ না থাকাকালীন প্রতিবেশী ওই মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে সাধন বর্মণের বিরুদ্ধে । সাধন বর্মণ পেশায় কৃষক । ওই মহিলা চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত । তাকে পালিয়ে যেতে দেখে স্থানীয় দু'জন । এরপর তপন থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার । 2018 সালে ওই মামলার চার্জশিট গঠন করে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 448, 376 ও 511 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ ৷
সাক্ষ্য-প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকাল দোষীসাব্যস্ত করে আদালত । আজ এই মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস । জেলা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারিণী এবং তাঁর পরিবার ।
আরও পড়ুন : পার্কস্ট্রিট গণধর্ষণে অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের
বালুরঘাট জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, "প্রতিবেশী মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে সাধন বর্মণকে সাক্ষ্য প্রমাণের পর বিচারক দোষীসাব্যস্ত করেছেন । আজ অভিযুক্তকে ভারতীয় সংবিধানের 448 ধারায় অভিযুক্তকে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ৷ এবং ধর্ষণের চেষ্টায় 376 ও 511 ধারায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড সহ 10 হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জেলা দায়রা আদালতের বিচারক সুখেন দাস ।"