পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপান করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা, যুবকের হাতে কোপ - Balurghat

আক্রান্ত এই যুবক সহ এলাকার বেশ কয়েকজন মিলে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে মদের আসর বসায় । অভিযোগ, আসর চলাকালীন সেই বাড়ির বড় মেয়েকে কুটুক্তি করা হচ্ছিল ।

Balurghat
Balurghat

By

Published : Oct 12, 2020, 3:25 PM IST

বালুরঘাট, 12 অক্টোবর : মদ্যপান করে অশ্লীল মন্তব্য করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা । বচসার জেরে এক যুবকের হাতে হাঁসুয়া দিয়ে কোপ দিল এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালঞ্চা এলাকায় । ঘটনায় চঞ্চল মহন্ত (20) নামে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তনু সরকার (45) । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী ।

জানা গিয়েছে, আক্রান্ত এই যুবক সহ এলাকার বেশ কয়েকজন মিলে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে মদের আসর বসায় । অভিযোগ, আসর চলাকালীন সেই বাড়ির বড় মেয়েকে কুটুক্তি করা হচ্ছিল । বিষয়টি নজরে আসতেই এর প্রতিবাদ করেন তনু সরকার । এরপরেই বচসা চরম আকার ধারণ করে । অভিযোগ, এরপরেই তনু সরকার হাঁসুয়ার কোপ মারে চঞ্চল মহন্তের বাঁ কাঁধে । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে চঞ্চল। এরপরেই সকলে মিলে তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে ।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তনু সরকার । স্থানীয়দের অভিযোগ, এলাকার এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে মদের আসর বসে । সেই আসরে এলাকার যুবকরা প্রত্যেকদিন মদ্যপান করে । এদিকে মদ্যপানের পর অশ্লীল মন্তব্য করা হত । এনিয়ে স্থানীয়রা একাধিকবার সরব হয়েছেন । এমনকি পুলিশকে জানিয়েছেন । তবে কোনও লাভ হয়নি । এবিষয়ে আক্রান্তের কাকা নেপাল মহন্ত বলেন, "ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না । আমি দোকানে ছিলাম । হঠাৎ লোক মুখে শুনি ভাইপো কেউ হাঁসুয়া দিয়ে কোপ মেরেছে । খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এরপর দেখি ভাইপো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । সেখান থেকে তাঁকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি করা হয়েছে ।"

ঘটনায় বালুরঘাট থানায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details