বালুরঘাট, 5 মার্চ : বহুদিন ধরে অত্যাচার চলছিলই ৷ শেষমেশ বৃদ্ধা মাকে পুড়িয়ে মারাল ছেলে-বউ (Son Murders Mother in Balurghat) ৷ মৃতদেহ রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বটতলা এলাকায় । শনিবার তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
বৃদ্ধা সুভদ্রা রায়ের উপর তাঁর ছেলে ও ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল ৷ শুক্রবার রাতেও বৃদ্ধার উপর চলছিল অত্যাচার ৷ তাঁকে পুড়িয়ে মারে তাঁর ছেলে ও তার স্ত্রী ৷ তারপর মৃতদের রাস্তার ফেলে পালায় ৷ রাতেই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ ৷ অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ তবে এদিন অর্থাৎ শনিবার সকালে তারা বাড়ি ফিরলে প্রতিবেশীরা তাদের আটক করেন ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ চলে খানিক গণধোলাইও ৷ তারপর পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তদের ৷