পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে ভোট প্রচারে নামছেন বিপ্লবের - biplab

বালুরঘাট আসনে কে হবেন তৃণমূলের প্রার্থী? তা নিয়ে দলীয় কোন্দল চরম আকার নিয়েছিল। এই নিয়ে বিপ্লব-অর্পিতার মধ্যে সংঘাত পৌঁছায় চরমে। অবশেষে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর নিজেদের দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন বিপ্লব মিত্র।

By

Published : Mar 14, 2019, 11:46 PM IST

বালুরঘাট, ১৪ মার্চ : বালুরঘাট আসনে কে হবেন তৃণমূলের প্রার্থী? তা নিয়ে দলীয় কোন্দল চরম আকার নিয়েছিল। এই নিয়ে বিপ্লব-অর্পিতার মধ্যে সংঘাত পৌঁছায় চরমে। মঙ্গলবার বালুরঘাট আসনে ফের অর্পিতার নাম ঘোষণার পর অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রকে। অবশেষে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর নিজেদের দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন বিপ্লব মিত্র। আজ কলকাতা থেকে ফোনে তিনি বলেন, "আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। তাই সকলের সঙ্গে আলোচনা করে দলনেত্রীর নির্দেশ মেনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামা হবে। বিক্ষুব্ধ কর্মীদের বোঝানো হবে।"

কিছুদিন আগেই বালুরঘাট লোকসভা আসনে দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিপ্লব মিত্র। অর্পিতা নয়, নতুন মুখের দাবি জানিয়েছিলেন তিনি। অকপটে তিনি বালুরঘাট আসনে দাঁড়াতে চান তা রাজ্য নেতৃত্বকে বোঝাতে চেয়েছিলেন। পাশাপাশি BJP-র তরফেও বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হয় বলে শুরু হয় জল্পনা। এরমধ্যে গতকাল কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বৈঠক হয়। সেখানে অর্পিতার বিরুদ্ধে জেলায় দলীয় কর্মীদের ক্ষোভের কথা তুলে ধরেন বিপ্লব। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর চাপেই নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান বিপ্লব মিত্র। দল সূত্রের খবর, BJP-র সঙ্গে ফলপ্রসূ কোনও আলোচনা হয়নি বলেই তৃণমূল জেলা সভাপতি বিপ্লবকে জল মেপে সিদ্ধান্ত বদলাতে হয়। যদিও মমতা ওই কথায় গুরুত্ব না দিয়ে, দলীয় প্রার্থী অর্পিতাকে জেতাতে হবে বলে বিপ্লবকে কড়া বার্তা দেন। পাশাপাশি দুই জনের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে বিপ্লব-অর্পিতাকে আধঘণ্টার মধ্যে আলাদা করে আলোচনায় বসে ঝামেলা মিটিয়ে নিতে নির্দেশ দেন মমতা।

এদিকে নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আগামীকাল থেকে জেলা সভাপতির সঙ্গে কোমর বেঁধে প্রচারে নামার কথা জানান অর্পিতা ঘোষ। তিনি বলেন, "গতকালই সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দলনেত্রীর নির্দেশে তাঁর বাড়িতে গতকাল আলাদা করে বিপ্লবদার সঙ্গে আলোচনায় বসে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া হয়েছে। আলোচনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দু'জনকে ডেকে জানতে চান সব ভুল বোঝাবুঝি মিটেছে কি না। আমরা বলি মিটে গেছে। আমি ও বিপ্লবদা আজ একসঙ্গে কলকাতা থেকে বালুরঘাটে ফিরছি। শুক্রবার থেকে জোর কদমে প্রচার শুরু হবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details