পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল লরি, 3 সিভিক সহ মৃত 5 - Accident

গঙ্গারামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি । মৃত কমপক্ষে পাঁচজন । এদের মধ্যে তিনজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার । দুর্ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে ।

দুর্ঘটনাগ্রস্থ লরি

By

Published : Sep 2, 2019, 8:24 AM IST

Updated : Sep 2, 2019, 12:15 PM IST

গঙ্গারামপুর, 2 সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল লরি । । মৃত কমপক্ষে পাঁচজন । আহত বেশ কয়েকজন । দুর্ঘটনাটি গঙ্গারামপুরের ৷

রাত আড়াইটে নাগাদ পুনর্ভবা ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় লরিটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের । নাম, তোফাজ্জস মিঞা(27), অয়ন দাস(23), প্রকাশ বর্মণ(31), নিমাই রায়(54) ও বিনয় হালদার(45) । এদের মধ্যে তিনজন সিভিক ভলান্টিয়ার । আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

চায়ের দোকানে ঢুকে গেছে লরিটি

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । লরির চালক পলাতক । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল লরি
Last Updated : Sep 2, 2019, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details