বালুরঘাট, 20 সেপ্টেম্বর: ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে সান স্ট্রোকে মৃত্যু হল এক ব্যক্তির ৷ বালুরঘাটের BDO অফিসের ঘটনা ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
9 সেপ্টেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার কাজ ৷ চলবে 27 তারিখ পর্যন্ত ৷ অসমে NRC থেকে 19 লাখ মানুষের নাম বাদ পড়ার পর থেকেই আতঙ্কিত সাধারণ মানুষ ৷ প্রতিদিনই সকাল থেকে জেলার 8টি ব্লক ও পৌরসভাগুলিতে ডিজিটাল রেশন কার্ডে নাম তোলার জন্য ভিড় করছেন তাঁরা ৷ দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ৷
আজ সকালে বালুরঘাট BDO অফিসে আবেদনপত্র পূরণের জন্য লাইনে দাঁড়ান জলঘর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙা এলাকার বাসিন্দা মিন্টু সরকার (52) ৷ কিন্তু রোদে, ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ স্থানীয়রা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান তাঁকে ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ চিকিৎসকদের অনুমান সান স্ট্রোকেই মৃত্যু হয়েছে তাঁর ৷