বালুরঘাট , 7 এপ্রিল : কোরোনার জন্য এবার বালুরঘাট বুড়া কালীর চৈত্র সংক্রান্তির পুজো আর জাঁকজমকভাবে হবে না । শুধুমাত্র শাস্ত্রীয় মতে, পুজোটুকুই হবে । তবে কোনওরকমের ভিড় এবং পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না । মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান বালুরঘাট বুড়া কালী মন্দির পূজা সমিতির সভাপতি শঙ্কর চক্রবর্তী ।
ভিড় এড়াতে শাস্ত্রমতে বালুরঘাট বুড়া কালী মন্দিরের পুজো - শাস্ত্রীয় মতে চৈত্রসংক্রান্তির পুজো বালুরঘাটে
বুড়া কালী মন্দিরে বছরে দু'বার বড় পুজো অনুষ্ঠিত হয় । একটি দীপান্বিতা অমাবস্যায় এবং আরেকটি চৈত্রসংক্রান্তিতে । চৈত্র সংক্রান্তিতে দূর-দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় । তবে , এবারে কোরোনা ও লকডাউন চলায় জাঁকজমকভাবে পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে বুড়া কালি পূজা সমিতি ৷
পাশাপাশি , আজ কোরোনা মোকাবিলায় বালুরঘাট বুড়া কালী মন্দির পূজা সমিতির পক্ষ থেকে জেলা শাসক নিখিল নির্মলের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয় । মূলত, জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা তুলে দেওয়া হয় । আজ জেলা শাসক দপ্তরে হাজির ছিলেন মন্দির পূজা সমিতির সভাপতি শঙ্কর চক্রবর্তীসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা ।
এছাড়াও কচিকলা একাডেমির পক্ষ থেকে 25 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয় । পুজোর বাজেট কমিয়ে বালুরঘাট অমৃত সংঘের পক্ষ থেকে 10 হাজার টাকা , দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে 2 লাখ টাকা , বোল্লা সন্ধ্যানীর ক্লাবের 21 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয় ।
অন্যদিকে, এবারে চৈত্র সংক্রান্তির পুজো 13 এপ্রিল পড়েছে । সেই সময় লকডাউন থাকায় শুধুমাত্র শাস্ত্রীয় মতে পুজো হবে । উল্লেখ্য , বুড়া কালী মন্দিরে বছরে দু'বার বড় পুজো অনুষ্ঠিত হয় । একটি দীপান্বিতা অমাবস্যায় এবং আরেকটি চৈত্রসংক্রান্তিতে । চৈত্র সংক্রান্তিতে দূর-দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় । তবে , এবারে কোরোনা ও লকডাউন চলায় জাঁকজমকভাবে পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে বুড়া কালী পূজা সমিতি ৷ এবারে পুজো হলেও সেখানে ভিড় জমা করা যাবে না । এমনকী , পুণ্যার্থীরাও মন্দিরে প্রবেশ করতে পারবে না বলে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে বালুরঘাট বুড়া কালী পূজা সমিতির সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন , "কোরোনা মোকাবিলায় মন্দিরের পক্ষ থেকে 50 হাজার টাকা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি , চৈত্র সংক্রান্তি এবার 13 এপ্রিল পড়ায় শুধুমাত্র শাস্ত্রীয় মতে পুজো করা হবে । সেখানে কোনও ভিড় বা জমায়েত করা হবে না । পাশাপাশি , পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না । "