বালুরঘাট, 4 নভেম্বর : বালুরঘাটে মোবাইল ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে ধরে ফেলল দোগাছি ও নলতাহারের বাসিন্দারা । এরপর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতদের বাড়ি কুমারগঞ্জ ব্লকের বরাহার এলাকায় । মোবাইল ছিনতাই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।
বালুরঘাটে ধৃত 2 মোবাইল ছিনতাইকারী - মোবাইল ছিনতাই
দীর্ঘদিন ধরে বালুরঘাটের খাসপুর এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছিল । যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এলাকার বাসিন্দারা ।
গতকাল সন্ধের সময় খাসপুর গ্রামীণ হাসপাতাল থেকে ছেলের চিকিৎসা করিয়ে টোটোতে বাড়ি ফিরছিলেন মাধবী মার্ডি । সেইসময় দুর্লভপুর এলাকায় তাঁর মোবাইল ছিনতাই করে চম্পট দেয় দুই বাইক আরোহী । মহিলার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে । দুষ্কৃতীদের পিছনে বাইক নিয়ে ধাওয়া করেন নলতাহার ও দোগাছি এলাকার যুবকরা । পরে দোগাছি এলাকায় ওই দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় মানুষজন । তাদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া মোবাইল । এরপরে উত্তেজিত জনতা গণধোলাই দেয় ওই দুই যুবককে । বালুরঘাট থানার পুলিশ দু'জনকে আটক করে থানায় নিয়ে যায় । ধৃতদের নাম আকাশ মণ্ডল ও রাজু মোল্লা । দু'জনের আনুমানিক বয়স ১৫ থেকে ২০ বছর । ধৃতদের কাছ থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ ।
ধৃত যুবক আকাশ মণ্ডল দাবি করে, "আমাদের টাকার দরকার ছিল । কিন্তু বাড়িতে বলতে পারছিলাম না । তাই এই কাজে নেমেছিলাম ।"