বালুরঘাট, 9 মে: লকডাউনে গ্রামে গজিয়ে উঠেছিল একাধিক চোলাই মদের ঠেক। চলছিল রমরমা কারবার। অভিযোগ, প্রশাসনকে বারবার বলেও কাজ হয়নি। অবশেষে শনিবার বিকেলে এলাকার মহিলারা এমন 3 টি চোলাই মদের ঠেক ভেঙে দিলেন। এইসঙ্গে নষ্ট করা হয় প্রচুর পরিমাণ মদ। ফের মদ বিক্রি করলে আবারও ভাঙচুর করা হবে বলে মদ বিক্রেতাদের আজ হুঁশিয়ারি দেয় স্থানীয় প্রমীলা বাহিনী।
লকডাউনে বন্ধ ছিল মদের দোকান। ফলে কালো বাজার থেকে প্রায় দ্বিগুণ দাম দিয়ে মদ কিনতে হচ্ছিল সুরাপ্রেমীদের। এমত অবস্থায় গ্রামে গঞ্জে বাড়ছিল চোলাই মদের চাহিদা। এই সুযোগে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের আয়নাপাড়া সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় গজিয়ে ওঠে চোলাই মদের ঠেক। ফলে এলাকাগুলিতে দিনে ও রাতে বসছিল মদের আসার। স্থানীয় যুবক থেকে বৃদ্ধরা মাদকাসক্ত হয়ে পড়ছিল বলে অভিযোগ। যখন লকডাউনে কাজকর্ম নেই। বাড়ির মহিলারা কোনও মতে উপায় করছেন। বাড়ির পুরুষরা তখন রাতে তো বটেই, এমনকী দিনের বেলাতেও নেশা করছিলেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, কাজকর্মহীন পুরুষরা অতিরিক্ত নেশা করায় সংসারে অশান্তি লেগেই আছে। স্ত্রীদের সঙ্গে বাড়ছিল বচসা।